Loading...
The Financial Express

‘মারধরের’ পর মাদ্রাসা পালানো শিশুকে পাওয়া গেল আইসক্রিম কারখানায়

| Updated: October 23, 2022 13:02:49


‘মারধরের’ পর মাদ্রাসা পালানো শিশুকে পাওয়া গেল আইসক্রিম কারখানায়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হারমাইন তাজফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র মো. রফিকুল ইসলামের সন্ধান মিলেছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

চট্টগ্রাম নগরীর কাঠগড় এলাকার এক আইসক্রিম কারখানায় শিশুটিকে পাওয়া যায় বলে জানিয়েছেন হাটহাজারী থানার এসআই প্রদীপ চন্দ্র দে।  

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছেলেটিকে শুক্রবার রাত ১১টায় শহরের কাঠগড় এলাকার একটি আইসক্রিম ফ্যাক্টরি থেকে নিয়ে আসা হয়। এখন সে পরিবারের সাথে আছে।”

রফিকুলের বাবা মো. কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছেলের খোঁজ না পেয়ে আমি শহরে পোস্টার লাগাইছিলাম। গতকাল রাতেই একজন ফোন করে আমাকে জানায়, রফিক কাঠগড়ে এক আইসক্রিম ফ্যাক্টরিতে আছে। রফিক সেখানে ৫ দিন ছিল। সে সেখানে কাজ নিছিল।”

তিনি আরও বলেন, “ছেলেকে খুঁজে পাওয়ার পর থেকে সে কারও সাথে কথা বলছে না। তবে আল্লাহর রহমতে আমার ছেলেকে খুঁজে পাইছি, এটাই আমার জন্য যথেষ্ট।”

মাদ্রাসায় ‘মারধর’ করায় গত ১৩ অক্টোবর সেখান থেকে বেরিয়ে শাটল ট্রেনে চড়ে শহরে আসে রফিক (১৪)। এরপর থেকে পরিবার তার সন্ধান পাচ্ছিল না। পরে থানায় জিডি করেন রফিকের বাবা।

Share if you like

Filter By Topic