Loading...

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশির মৃত্যু


দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

প্রিটোরিয়ায় বাংলাদেশের হাই কমিশনারের বরাতে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক মো. তারিকুল ইসলাম। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তিনি বলেন, “কেপটাউন বিমানবন্দরের দিকে যাওয়ার পথে তারা দুর্ঘটনায় পড়েছেন বলে আমরা শুনেছি। লরির সঙ্গে তাদের বহনকারী কারের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে।”

রাজধানী প্রিটোরিয়া থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের বিউফোর্ট ওয়েস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটার কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা।

ওই দুর্ঘটনায় নিহতদের সবাই ফেনী জেলার বাসিন্দা বলে জানিয়েছেন ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।

নিহতরা হলেন- ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের শরীয়ত উল্লাহর ছেলে ইসমাইল হোসেন (৩৮), দাগনভূঁইয়া উপজেলার দক্ষিণ নেয়াজপুর গ্রামের রাজু আহমেদ (৩৪) ও মাতুভূঁঞা ইউনিয়নের মমারিজপুর গ্রামের মো. মোস্তফা কামাল (৪০), সোনাগাজী উপজেলার চর মজলিশপুর গ্রামের আবুল হোসেন (৩৫) ও তার ছেলে সন্তান নাদিম হোসেন (১০)।

আহতদের একজন আনিসুল হক মিলনের (৩৮) বাড়িও ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় এবং অন্যজন গোপালগঞ্জ জেলার নাহিদ আহমেদ (৩৫)।

বিউফোর্ট ওয়েস্ট থেকে প্রবাসী বাংলাদেশি আনোয়ার হোসেন বলেন, দেশে যাওয়ার কথা ছিল আনিসুল হক মিলনের। তাকে বিউফোর্ট ওয়েস্ট থেকে কেপটাউন বিমানবন্দরে এগিয়ে দিতে যাচ্ছিলেন সবাই।

“ভোর ৬টার দিকে বিউফোর্ট ওয়েস্ট থেকে ৭০ কিলোমিটার দূরের লোকানকা এলাকায় গিয়ে গাড়ি দুর্ঘটনায় পড়ে।”

আনোয়ার হোসেনের বাড়িও ফেনীর দাগনভূঁইয়া উপজেলায়। আহত-নিহতদের পাশাপাশি তিনিও বিউফোর্ট এলাকায় থাকেন।

তিনি বলেন, আহতদের মধ্যে মিলনের অবস্থা বেশি গুরুতর। নাদিমকেও হাসপাতালে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

Share if you like

Filter By Topic