‘পাকিস্তানে আসতে না চাইলে নরকে যাও’, ভারতের উদ্দেশ্যে মিয়াঁদাদ


এফই অনলাইন ডেস্ক | Published: February 06, 2023 16:26:00 | Updated: February 07, 2023 09:17:26


‘পাকিস্তানে আসতে না চাইলে নরকে যাও’, ভারতের উদ্দেশ্যে মিয়াঁদাদ

পাকিস্তানে এশিয়া কাপ খেলতে ভারতের না যাওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জাভেদ মিয়াঁদাদ। পাকিস্তান কিংবদন্তির মতে, ক্রিকেটে তাদের টিকে থাকতে ভারতের কোনো প্রয়োজন নেই।

আইসিসির ভবিষ্যত সফরসূচি অনুযায়ী আগামী সেপ্টেম্বরে পাকিস্তানে বসবে এশিয়া কাপের ষোড়শ আসর। কিন্তু রাজনৈতিক শীতল সম্পর্কের কারণে প্রতিবেশী দেশে যেতে চায় না ভারত। তাই এবারের আসরটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের ইচ্ছার কথা গত অক্টোবরে জানান বিসিসিআই সচিব জয় শাহ, যিনি একই সঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি।

সে সময়ই তার মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তখনকার পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা ভারতে অনুষ্ঠেয় ২০২৩ বিশ্বকাপ বয়কটের হুমকি দেন। পাকিস্তান গণমাধ্যমের খবর, নতুন পিসিবি প্রধান নাজাম শেঠিও একই সুরে কথা বলছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

গত শনিবার এসিসির নির্বাহী কমিটির সভায় ২০২৩ এশিয়া কাপের ভেন্যু নিয়ে আলোচনা হলেও আসেনি কোনো সমাধান। পরে বিজ্ঞপ্তি দিয়ে এসিসি জানায়, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী মাসে।

পাকিস্তানে এশিয়া কাপ হলে ভারতের খেলতে না চাওয়ার সিদ্ধান্তে বেজায় খেপেছেন মিয়াঁদাদ। রোববার পেশাওয়ার জালমি ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মধ্যকার প্রদর্শনী ম্যাচের সময় তিনি বলেন, তাদের বিপক্ষে খেলতে ভয় পায় ভারত।

“ভারত নরকে যেতে পারে, যদি তারা ক্রিকেট খেলতে পাকিস্তানে আসতে না চায়। পাকিস্তানের টিকে থাকতে ভারতের প্রয়োজন নেই।”

“পাকিস্তানের বিপক্ষে খেলতে কেন ভয় পাচ্ছে ভারত? তারা জানে, যদি পাকিস্তানের কাছে হারে তাহলে জনগণ তাদের ছাড়বে না। নরেন্দ্র মোদি উধাও হয়ে যাবে, তাদের জনতা তাকে ছাড়বে না।”

Share if you like