অর্থের সংকটে শ্রীলঙ্কায় স্থানীয় সরকার নির্বাচন স্থগিত


FE Team | Published: February 25, 2023 18:02:35


অর্থের সংকটে শ্রীলঙ্কায় স্থানীয় সরকার নির্বাচন স্থগিত

তীব্র অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কা তাদের আগামী মাসে হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচন স্থগিত ঘোষণা করেছে।

পর্যাপ্ত অর্থ না মেলায় নির্ধারিত তারিখে এই নির্বাচন করা যাচ্ছে না, শুক্রবার এমনটাই বলেছে দেশটির নির্বাচন কমিশন।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, সাত দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট দেখা দ্বীপরাষ্ট্রটিতে আগামী ৯ মার্চ স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা ছিল।

স্থগিত এই নির্বাচনের পরবর্তী তারিখ ৩ মার্চ ঘোষণা করা হবে, সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে লঙ্কান নির্বাচন কমিশন।

তারা নির্বাচন আয়োজনে পর্যাপ্ত অর্থ বরাদ্দ চেয়ে পার্লামেন্টের স্পিকারের কাছে চিঠি লিখবে বলেও বিবৃতিতে জানিয়েছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে বেইলআউটের ২৯০ কোটি ডলার পেতে গত বছর একটি প্রাথমিক চুক্তি করেছে শ্রীলঙ্কা। কিন্তু ওই তহবিলের অর্থ ছাড় করাতে অনেকগুলো কঠোর শর্ত বাস্তবায়ন করতে হবে তাদের।

তারই অংশ হিসেবে আয়কর এবং বিদ্যুতের দাম অনেকখানি বাড়িয়েছেও তারা।

Share if you like