Loading...
The Financial Express

‘আয়কর তথ্য-সেবা মাস’ শুরু

| Updated: November 02, 2022 11:56:47


‘আয়কর তথ্য-সেবা মাস’ শুরু

আয়কর রিটার্ন দাখিলসহ করদাতাদের তথ্যসেবা দিতে শুরু হল ‘আয়কর তথ্য-সেবা মাস’।

পুরো নভেম্বর মাসজুড়ে ঢাকা, চট্টগ্রামসহ দেশের ৩১টি কর অঞ্চলের ৬৪৯টি সার্কেলে অফিস সময়ে এই সেবা পাওয়া যাবে।

জাতীয় রাজস্ববোর্ডের চেয়ারম্যান আবু হেনা মু. রহমাতুল মুনিম মঙ্গলবার রাজধানীর সেগুন বাগিচায় এনবিআর সম্মেলন কক্ষে করসেবা মাসের উদ্বোধন করেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

তিনি বলেন, গত দুবছরের মত এবারেও ‘আয়কর মেলা’র আয়োজন হচ্ছে না। তবে দেশের আঞ্চলিক কর কার্যালয়গুলোতে মাসজুড়ে আয়কর রিটার্ন জমাসহ কর সংক্রান্ত অন্যান্য সেবা দেওয়া হবে।

এই কর্মসূচির মধ্য দিয়ে জনগণের কর সচেতনতা ও রাজস্ব আহরণ উল্লেখযোগ্য পরিমাণে ‘বৃদ্ধি পাবে’ বলেও আশা প্রকাশ করেন তিনি।

রহমাতুল মুনিম বলেন, “কর দাতাগণ সব কর অঞ্চলে বিগত বছরের মত মেলার পরিবেশে উৎসবের আমেজে আয়কর দেওয়ার সুযোগ পাবেন।”

নাগরিকদের আয়কর দিতে উদ্বুদ্ধ করতে ২০১০ সাল থেকে ঢাকাসহ সারা দেশে আয়কর মেলার আয়োজন করে আসছিল এনবিআর। কিন্তু মহামারীর কারণে ২০২০ এবং ২০২১ সাল মেলার আয়োজন বন্ধ থাকে। এবার সংক্রমণ পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও গত দুই বছরের ধারাবাহিকতা বজায় রাখছে এনবিআর।

জনগণকে আয়কর দিতে উদ্বুদ্ধ করতে নভেম্বর মাসে রেডিও, টেলিভিশন, প্রিন্ট ও অনলাইনভিত্তিক মিডিয়াগুলোতে ‘আয়কর তথ্য সেবা’ নিয়ে বিশেষ প্রচারের উদ্যোগ নেওয়ার কথা জানান চেয়ারম্যান।

তিনি বলেন, করসেবা মাস উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশের পাশাপাশি সেমিনারের আয়োজন করেছে এনবিআর।

চেয়ারম্যান বলেন, ই-টিআইএন রেজিস্ট্রেশন বুথে প্রয়োজনীয় তথ্য দিয়ে নতুন করদাতারা ইটিআইএন রেজিস্ট্রেশন এবং বর্তমান করদাতারা রি-রেজিস্ট্রেশন করতে পারবেন।

যেসব সেবা মিলবে

>> করদাতারা নির্ধারিত কর অঞ্চলে তাদের ২০২২-২০২৩ করবর্ষের আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।

>> কর অঞ্চলের ওয়েবসাইটে আয়কর সংক্রান্ত বিভিন্ন ফরম, পরিপত্র, রিটার্ন পূরণের নির্দেশিকা, ভিডিও পাওয়া যাবে।

>> করদাতাদের আয়কর রিটার্ন, টিআইএন আবেদন এবং চালান ফরম দেওয়া হবে।

>> দেশব্যপী ৩১টি কর অঞ্চলের ৬৪৯টি সার্কেলে ৩০ নভেম্বর ২০২২ পর্যন্ত অফিস চলাকালে নিরবচ্ছিন্নভাবে আয়কর রিটার্ন জমা নেওয়া হবে।

>> ঢাকার কর অঞ্চল-৪ এর ব্যবস্থাপনায় বাংলাদেশ সচিবালয় ও অফিসার্স ক্লাবে রিটার্ন গ্রহণ বুথ ও হেলপ ডেস্ক থাকবে। সেখানে নভেম্বর মাসের প্রথম দুই সপ্তাহ এবং পরিকল্পনা কমিশন, শেরে বাংলানগরে ২০ থেকে ২৪ নভেম্বর ৫ দিন আয়কর তথ্য-সেবা দেওয়া হবে।

>> সশ্রস্ত্র বাহিনীর সদস্যদের জন্য ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে ৮ ও ৯ নভেম্বর রিটার্ন গ্রহণ ও কর তথ্য-সেবা দেওয়ার বিশেষ ব্যভস্থা হবে।

>> অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সুযোগও চালু রয়েছে।

>> এনবিআরের হট লাইন নম্বরে (০৯৬১২৭১৭১৭১) ফোন করে ই রিটার্ন সম্পর্কে পরামর্শ পাওয়া যাবে।

অন্যদের মধ্যে এনবিআরের আয়কর সদস্য (নীতি) মো. শামস উদ্দিন আহমেদ, কাস্টমস নীতি সদস্য মো. মাসুদ সাদিক, মুসক নীতির সদস্য জাকিয়া সুলতানা এবং জনসংযোগ পরিচালক সৈয়দ এ মুমেন উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

Share if you like

Filter By Topic