Loading...
The Financial Express

৬ আসনের উপনির্বাচনে তিনটিতে প্রার্থী দিয়েছে আ. লীগ

দুটিতে ওয়ার্কাস পার্টি ও জাসদ প্রার্থী দেবে; আরেকটি উন্মুক্ত


| Updated: January 02, 2023 17:08:12


৬ আসনের উপনির্বাচনে তিনটিতে প্রার্থী দিয়েছে আ. লীগ

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া ছয়টি আসনের মধ্যে তিনটিতে প্রার্থী মনোনীত করেছে আওয়ামী লীগ।

ক্ষমতাসীন দলটি বাকি তিনটির মধ্যে দুটি ছেড়ে দিচ্ছে ১৪ দলীয় জোট শরিকদের; অন্যটিতে কোনো প্রার্থী দিচ্ছে না।

রোববার বিকালে গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী ঠিক করা হয়।

সভা শেষে আওয়ামী লীগ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, বগুড়া-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন রাগেবুল আহসান রিপু, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মো. জিয়াউর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আব্দুল ওদুদ।

ঠাকুরগাঁও-৩ আসন জোট শরিক বাংলাদেশের ওয়ার্কাস পার্টি এবং বগুড়া-৪ আসনটি আরেক শরিক জাসদকে (ইনু) ছেড়ে দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আওয়ামী লীগ কোনো প্রার্থী দেবে না বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

ওয়ার্কার্স পার্টির ইয়াসিন আলী ২০১৪ সালের নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে সংসদ সদস্য হয়েছিলেন। ওই নির্বাচনে বগুড়া-৪ আসনে এমপি হয়েছিলেন জাসদের এ কে এম রেজাউল করিম তানসেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির সংসদ সদস্য ছিলেন বিএনপির উকিল আব্দুস সাত্তার। সংসদ থেকে পদত্যাগ করলেও তিনি ইতোমধ্যে বিএনপি ছেড়ে আবার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।

গত ১০ ডিসেম্বর ঢাকার গোলাপবাগের সমাবেশে বিএনপির সংসদ সদস্যরা একযোগে পদত্যাগের ঘোষণা দেওয়ার পরদিন তারা সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর দপ্তরে গিয়ে পদত্যাগপত্র জমা দেন।

তাদের মধ্যে ছয়জনের ছেড়ে যাওয়া আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে ১ ফেব্রুয়ারি। আর রুমিন ফারহানার পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে (মহিলা আসন-৫০) ভোটের তারিখ ওই ছয় আসনের উপনির্বাচনের পর ফয়সালা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এদিকে গত ২৮ ডিসেম্বর উপনির্বাচনের ৪ আসনে প্রার্থী মনোনয়নের কথা জানায় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। এর মধ্যে ঠাকুরগাঁও-৩ আসনে হাফিজ উদ্দিন আহম্মেদ, বগুড়া-৬ আসনে নূরুল ইসলাম ওমর, বগুড়া-৪ আসনে শাহীন মোস্তফা কামাল এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রেজাউল ইসলাম ভূইয়া লাঙ্গল প্রতীকে নির্বাচন করবেন।

Share if you like

Filter By Topic