২৫ বোতল ফেনসিডিল রাখার দায়ে ফেনীতে যুবকের যাবজ্জীবন


এফই অনলাইন ডেস্ক   | Published: October 30, 2022 17:58:14 | Updated: October 30, 2022 21:46:27


ফাইল ছবি (সংগৃহীত)

ফেনীতে ২৫ বোতল ফেনসিডিল রাখার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে একটি আদালত।  

রোববার দুপুরে ফেনীর অতিরিক্ত দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী দ্বিজেন্দ্র কুমার কংশ বণিক। 

দণ্ডপ্রাপ্ত মো. ইসমাইল (৩৬) সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পূর্ব কাছাড় গ্রামের বাসিন্দা। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

মামলার এজাহারের বরাত দিয়ে আইনজীবী জানান, ২০১৪ সালের ১১ এপ্রিল সন্ধ্যায় সিএনজিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন ইসমাইল। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের পুলিশ লাইনের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে অটোরিকশা তল্লাশি করে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। 

এ ঘটনায় ডিবি পুলিশের এএসআই দুর্লভ চন্দ্র দাস বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর টেবিল ৩ (খ) ধারায় ফেনী সদর মডেল থানায় মামলা দায়ের করেন। একই বছরের ৩০ এপ্রিল আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২০১৫ সালের ৩০ এপ্রিল মামলার অভিযোগ গঠন করা হয়। মামলায় মোট আট জন সাক্ষ্য দেন।  

আইনজীবী বলেন, আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। 

Share if you like