২১ ঘণ্টা পর চালু হল তিন বিমানবন্দর


এফই অনলাইন ডেস্ক | Published: October 25, 2022 13:45:23 | Updated: October 25, 2022 18:09:59


ছবিঃ উইকিপিডিয়া

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব কেটে যাওয়ায় প্রায় ২১ ঘণ্টা পর চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচক।

এ নিয়ন্ত্রক সংস্থার জনসংযোগ কর্মকর্তা সোহেল কামরুজ্জামান জানান, মঙ্গলবার দুপুর ১২টা থেকে তিনটি বিমানবন্দরের কার্যক্রম চালুর সিদ্ধান্ত দিয়েছে বেবিচক।

ঘূর্ণিঝড় ধেয়ে আসায় সোমবার বেলা ৩টা থেকে কক্সবাজার, চট্টগ্রাম ও বরিশাল বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ করে দেওয়া হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সিভিল এভিয়েশনের সদস্য (অপারেশন ও প্ল্যানিং) এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরী সে সময় বলেছিলেন, “বিমানবন্দরগুলোতে আপৎকালীন প্রস্তুতি নেওয়া হয়েছে। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।”

মঙ্গলবার ফ্লাইট চালুর ঘোষণা দিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ম্যানেজার উইং কমান্ডার তাসনিম আহমেদ বলেন, “ঘূর্ণিঝড়ে আমাদের কোনো সমস্যা হয়নি। বেলা ১২টা থেকে অপারেশনাল কার্যক্রম শুরু হচ্ছে।“

তিনি বলেন, প্রায় এক দিন কার্যক্রম বন্ধ থাকায় আর্ন্তজাতিক ও অভ্যন্তরীণ মিলিয়ে মোট ১৩টি ফ্লাইট ‘রিশিডিউল’ করা হয়েছে।

ঘূর্ণিঝড় সিত্রাং এর কারণে সোমবার চার সমুদ্রবন্দরকে বিপদ সংকেত দেখাতে বলা হয়। সন্ধ্যায় এ ঝড় উপকূলে আঘাত হানার সময় ভারি বর্ষণ ও জলোচ্ছ্বাস দেখা দেয়। বৃষ্টি ঝরিয়ে ঘূর্ণিঝড় দুর্বল হয়ে গেলে রাতেই সংকেত নামিয়ে আনে আবহাওয়া অফিস।

Share if you like