পৌনে ৯০০ কোটি টাকা ব্যয়ে দেশের ২৫ জেলায় নির্মিত ১০০ সেতু একসঙ্গে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার বেলা ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব সেতুর উদ্বোধন ঘোষণা করেন সরকারপ্রধান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
তিনি বলেন, “আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছি। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের। বাংলাদেশের উন্নয়নের জন্য আমরা রূপকল্প ২০২১ ঘোষণা করেছিলাম।”
আওয়ামী লীগ দ্বিতীয়বার সরকারে আসার পর বিভিন্ন সড়কে প্রায় ১ লাখ ১৩ হাজার ৩০৩ মিটার সেতু পুনর্নির্মাণ এবং ২১ হাজার ২৬৭ মিটার কালভার্ট নির্মাণের তথ্য দেন শেখ হাসিনা।
তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য বহু সড়ক এখন মহাসড়কে উন্নীত করা হচ্ছে। এমনভাবে এই উন্নয়নের কাজ হচ্ছে, যাতে বাংলাদেশ এশিয়ান হাইওয়ে ও এশিয়ান রেলওয়ের সঙ্গেও যুক্ত হতে পারে।
সরকারের নিজস্ব অর্থায়নে এই ১০০ সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৮৭৯ কোটি ৬২ লাখ টাকা। সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীন এ সেতুগুলোর মোট দৈর্ঘ্য প্রায় সাড়ে ৫ কিলোমিটার।
এর মধ্যে চট্টগ্রাম বিভাগে ৪৬টি; সিলেট বিভাগে ১৭টি; বরিশাল বিভাগে ১৪টি; ঢাকা বিভাগে ৭টি; ময়মনসিংহ বিভাগে ৬টি; রাজশাহী ও রংপুরে পাঁচটি করে সেতু রয়েছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে গণভবনে উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী অনুষ্ঠানে সেতুগুলোর বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন। পাশাপাশি সেতুগুলো নিয়ে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয় অনুষ্ঠানে।