দেশে দ্বিতীয়বারের মত বছরজুড়ে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গুরোগীর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।
বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এইডিস মশাবাহিত এ রোগে আক্রান্তদের মধ্যে আরও ৭৬৭ জনের বিভিন্ন হাসপাতালে ভর্তির তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ বছর ভর্তি মোট রোগীর সংখ্যা হয়েছে দাঁড়িয়েছে ৫০ হাজার ৭৫৯ জনে।
এর আগে দেশে ২০১৯ সালে এক লাখ ১ হাজার ৩৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে এবছর সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে এ রোগে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
বুধবার গত ২৪ ঘণ্টায় তিন জনের মৃত্যুসহ এখন পর্যন্ত এ বছরে মারা গেছেন ২১৬ জন। ২০১৯ সালে ১৬৪ জনের মৃত্যুর খবর দিয়েছিল সরকার।
বছরের শেষ দিকে ডেঙ্গুর প্রকোপ অনেক বেড়ে যাওয়ার কারণেই মশাবাহিত এ রোগে আক্রান্তদের সংখ্যা বাড়ছে, যাদের বড় অংশের শারীরিক অবনতি হওয়ায় যেতে হচ্ছে হাসপাতালে। অধিদপ্তরের তথ্য বলছে, এদের মধ্যে মারা যাওয়ার সংখ্যাও গত দুই মাসে অনেক বেশি।
অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, গত একদিনে ভর্তি রোগীদের ৪৬৪ জন ঢাকায় এবং ৩০৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৭২৯ ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৫২৮ জন। অন্যান্য বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ২০১ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে সবচেয়ে বেশি ৯৮ জন রোগী ভর্তি হয়েছেন এ বিভাগেরই বিভিন্ন জেলায় এবং চট্টগ্রাম বিভাগে ৯৫ জন। এরই মধ্যে কুড়িগ্রাম ও গাইবান্ধা ছাড়া দেশের সব জেলার হাপসাতালেই ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।
এ বছর সবচেয়ে বেশি ২১ হাজার ৯৩২ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অক্টোবরে এবং সর্বোচ্চ ৮৬ জনের মৃত্যুও হয়েছে ওই মাসেই।