হার্স্টের ৫৬ বছর পর এমবাপে


এফই অনলাইন ডেস্ক | Published: December 19, 2022 10:37:33 | Updated: December 19, 2022 11:01:38


হার্স্টের ৫৬ বছর পর এমবাপে

আরেকটি দারুণ কীর্তি গড়লেন কিলিয়ান এমবাপে। মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করলেন ফরাসি ফরোয়ার্ড। à¦–বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

কাতার আসরের ফাইনালে রোববার লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে দ্বিতীয়ার্ধে ৯৭ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল করে দলকে ২-২ সমতায় ফেরান এমবাপে। প্রথমটি করেন পেনাল্টি থেকে, পরেরটি সতীর্থের পাসে।

অতিরিক্ত সময়ে দল যখন ৩-২ গোলে পিছিয়ে, ১১৮তম মিনিটে আবার পেনাল্টি থেকে গোল করে ম্যাচ টাইব্রেকারে নেন এমবাপে। একই সঙ্গে তিনি পেয়ে যান হ্যাটট্রিকের স্বাদ।

এর আগে ১৯৬৬ সালের আসরের ফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষে ৪-২ গোলের জয়ে হ্যাটট্রিক করেছিলেন ইংল্যান্ডের জিওফ হার্স্ট।

Share if you like