সাম্প্রতিক প্রবৃদ্ধি, বাজার গতিশীলতার পরিবর্তন ও ব্যাংকিংয়ের ‘পূর্ণাঙ্গ ধারণা’ নিতে বাংলাদেশ সফর করেছেন স্ট্যান্ডার্ড চার্টার্ড গ্রুপের চেয়ারম্যান হোসে ভিনয়্যালস।
চার দিনব্যাপী এই সফর তার দ্বিতীয় আনুষ্ঠানিক সফর বলে শনিবার বাংলাদেশ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে; ২০১৮ সালে প্রথমবার বাংলাদেশ সফর করেন ভিনয়্যালস।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সফরে বাংলাদেশে স্ট্যান্ডার্ড চার্টার্ডের নেটওয়ার্ক গঠনে ভূমিকা পালনে ক্লায়েন্টস, রেগুলেটরস, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, অর্থনীতিবিদ ও সংশ্লিষ্ট অন্যান্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
এছাড়া নিরপেক্ষ ও স্থিতিশীল বাণিজ্যিক পরিবেশ বজায় রাখতে স্ট্যান্ডার্ড চার্টার্ডের প্রভাবের উপর বিশেষ নজর দেন হোসে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, তিন বছর ধরে সারা বিশ্ব মহামারী এবং রাজনীতির উত্তেজনার কারণে চ্যালেঞ্জিং একটা সময় পার করছে। এর বিরূপ প্রভাব অর্থনীতিতে দৃশ্যমান।
“কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস যে, এই সাময়িক পরিস্থিতি অপার সম্ভাবনাময় বাংলাদেশকে থামিয়ে রাখতে পারবে না। হোসে ভিনয়্যালসের দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফর এটি প্রমাণ করে যে, ব্যাংকের বোর্ড আমাদের উপর আস্থা রাখে এবং আমাদের দীর্ঘমেয়াদী উন্নয়নে বাংলাদেশের সঙ্গী থাকায় প্রতিশ্রতিবদ্ধ।”
২০১৬ সালের অক্টোবরে স্ট্যান্ডার্ড চার্টার্ড গ্রুপের সঙ্গে কাজ শুরু করেন ভিনয়্যালস। ওই বছরের ডিসেম্বরেই তিনি চেয়ারম্যান নিযুক্ত হন; গভর্নেন্স ও নমিনেশন কমিটির চেয়ারম্যানও তিনি। পরে ২০১৯ সালের এপ্রিলে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ নেন ভিনয়্যালস।