সিরিয়ায় মিলিটারি বাস লক্ষ্য করে বিস্ফোরণ, নিহত ১৮


FE Team | Published: October 13, 2022 17:42:23 | Updated: October 14, 2022 13:52:37


সিরিয়ায় মিলিটারি বাস লক্ষ্য করে বিস্ফোরণ, নিহত ১৮

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে গ্রামাঞ্চলে সামরিক বাহিনীর একটি বাসকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে, এতে অন্তত ১৮ সেনা নিহত ও ২০ জন আহত হয়েছে। à¦¬à¦¾à¦°à§à¦¤à¦¾ সংস্থা রয়টার্স এর বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার হামলাটি চালানো হয় বলে শাম এফএম রেডিও জানিয়েছে।

কয়েকমাসের মধ্যে যুদ্ধক্ষেত্রের বাইরে এটি সিরিয়ার সরকারি সেনাদের ওপর চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা। দামাস্কের আশপাশের গ্রামাঞ্চলেসহ সিরিয়ায় বাসে হামলা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি। সিরিয়ার কর্তৃপক্ষও এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বিস্ফোরণটিতে ১৭ সেনা নিহত হয়েছে।

ফেব্রুয়ারিতে একই ধরনের আরেকটি বিস্ফোরণে সিরিয়ার সেনাবাহিনীর এক সদস্যের মৃত্যু হয়েছিল।

প্রায় এক দশক ধরে চলা যুদ্ধ-সংঘাতে সিরিয়ায় কয়েক লাখ মানুষ নিহত হয়েছে এবং দেশটি কয়েকটি অংশে বিভক্ত হয়ে পড়েছে। সিরিয়ার সরকারি বাহিনীগুলো বিরোধী যোদ্ধাদের কাছে যে অঞ্চলগুলো হারিয়েছিল তার অধিকাংশই পুনরুদ্ধার করেছে।

 

 

 

 

Share if you like