সিইও পদ ছাড়লেন নেটফ্লিক্সের সহ প্রতিষ্ঠাতা হেস্টিংস


এফই অনলাইন ডেস্ক | Published: January 20, 2023 12:08:00 | Updated: January 20, 2023 19:19:48


সিইও পদ ছাড়লেন নেটফ্লিক্সের সহ প্রতিষ্ঠাতা হেস্টিংস

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের সহ প্রতিষ্ঠাতা রিড হেস্টিংস সিইও হিসেবে পদত্যাগ করেছেন, যিনি দুই দশক ধরে এ দায়িত্বে ছিলেন। à¦–বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

বছরের শেষ ভাগে যুক্তরাষ্ট্রভিত্তিক প্ল্যাটফর্মটির গ্রাহক বাড়ার খবরের মধ্যে তার পদত্যাগের খবর এল।

শুক্রবার রয়টার্স লিখেছে, হেস্টিং সিইও হিসেবে সরে দাঁড়ালেও নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

তার দীর্ঘদিনের অংশীদার আরেক সহ প্রতিষ্ঠাতা টেড স্যান্ডোস সিইও এর দায়িত্বে আসবেন। আর চিফ অপারেটিং অফিসারের দায়িত্ব পালন করবেন গ্রেগ পিটার্স।

এসব পরিবর্তন তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে রয়টার্সের খবরে বলা হয়েছে।

গ্রাহক কমে যাওয়া নিয়ে ২০২২ সালের বড় অংশ জুড়ে চাপে থাকা স্ট্রিমিং প্ল্যাটফর্মটি জানিয়েছে, বছরের শেষ তিন মাসে গ্রাহক বেড়েছে প্রায় ৭৭ লাখ। প্রত্যাশার চেয়ে এমন দর্শক টানার পেছনে ভূমিকা ছিল ‘হ্যারি অ্যান্ড মেগান’ ও ‘ওয়েনেসডে’ সিরিজের।

খরচ কমাতে যখন অনেকেই স্ট্রিমিং প্ল্যাটফর্মের গ্রাহক হওয়ার মত খরচ কমিয়ে ফেলছিলেন তখন নেটফ্লিক্সের গ্রাহক আবার ঊর্ধ্বমুখী হল। ডিসেম্বর শেষে তাদের বৈশ্বিক গ্রাহক ২৩ কোটি ছাড়িয়েছে।

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে অগ্রগামী নেটফ্লিক্সের বর্তমান অবস্থানে আসার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন হেস্টিংস। অনলাইনে বিশ্বব্যাপী হলিউডের চলচ্চিত্র ও টিভি সিরিজকে নতুন নতুন দর্শকের কাছে নিয়ে গেছে এ সেবা।

তার পদত্যাগ ও গ্রাহক বাড়ার খবরে নেটফ্লিক্সের শেয়ারের দাম দিনের প্রথম ঘণ্টার লেনদেনে ৬ শতাংশের বেশি বেড়ে ৩৩৫ ডলার ছাড়িয়েছে।

Share if you like