Loading...
The Financial Express

সাড়ে ৪ ঘণ্টা আগেই রাজশাহীতে বিএনপির সমাবেশ শুরু

সমাবেশের অতিথিরা ১২টার মধ্যে মঞ্চে উপস্থিত হবেন।


| Updated: December 03, 2022 18:50:28


নির্ধারিত সময়ের আগেই সমাবেশ শুরু করে বিএনপি নির্ধারিত সময়ের আগেই সমাবেশ শুরু করে বিএনপি

শনিবার দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে গণসমাবেশের কার্যক্রম শুরু হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও গণসমাবেশ মিডিয়া কমিটির মেম্বার গোলাম মোস্তফা মামুন বলে জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা রাজশাহীতে চলে এসেছেন। সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সমাবেশ শুরু করেছি। অতিথিরা ১২টার মধ্যে মঞ্চে উপস্থিত হবেন। 

সমাবেশ শুরুর সময় মঞ্চে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুসহ স্থানীয় কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। 

রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সমাবেশ উপলক্ষে মাদরাসা মাঠের পশ্চিম পাশে বানানো হয়েছে মঞ্চ। বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে হাজী মুহম্মদ মহসীন সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান গেট দিয়ে সমাবেশস্থলে ঢুকছেন। 

চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর, সিলেট, কুমিল্লার পর রাজশাহীতে গণসমাবেশ করছে বিএনপি। এটি বিএনপির নবম বিভাগীয় গণসমাবেশ। 

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান চন্দন, কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইজুল ইসলাম টিপু, গণসমাবেশের সমন্বয়কারী ও বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল উপস্থিত থাকবেন।

Share if you like

Filter By Topic