ঢাকার সাভারে আলোচিত হলমার্ক গ্রুপের কারখানার ভিতরে জঙ্গল থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে হেমায়েতপুরের নগরচর এলাকার হলমার্ক গ্রুপের একটি পরিত্যক্ত প্রতিষ্ঠানের ভেতরে জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে সাভার ট্যানারি পুলিশ ফাঁড়ির পরিদর্শক রাসেল মোল্লা জানান।
নিহত রয়েল সরকার (৩৭) কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার সাতানা গ্রামের মৃত রহমত উল্লাহর ছেলে। তিনি হলমার্ক গ্রুপের একটি পরিত্যক্ত প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।
পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা বলেন, “হলমার্কের কারখানার ভিতরে জঙ্গলে রয়েলের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তাকে পিটিয়ে ও গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।“
“প্রাথমিক তদন্তে জানা গেছে, এখানে জুয়া ও মাদকের আড্ডা ছিল। নিহত নিরাপত্তাকর্মী নিজে জুয়া খেলায় অংশ নিয়েছে, নাকি বাধা দিতে গিয়েছিলেন সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।”
মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।