Loading...
The Financial Express

সাগর-রুনি হত্যা: ৯৩ বার পেছালো প্রতিবেদন জমার তারিখ

| Updated: October 31, 2022 21:17:53


সাগর সরওয়ার ও মেহেরুন রুনি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে আবারও ব্যর্থ হয়েছে র‌্যাব।

ওই প্রতিবেদন জমার জন্য আগামী ১ ডিসেম্বর নতুন তারিখ রেখেছেন ঢাকার মহানগর হাকিম মো. রাশিদুল আলম। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

সোমবার ছিল এ মামলার প্রতিবেদন দেওয়ার নির্ধারিত তারিখ। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের অতিরিক্ত সুপারিনটেনডেন্ট খন্দকার শফিকুল আলম তা দিতে না পারলে নতুন দিন ঠিক করে দেন বিচারক।

আলোচিত এ মামলায় এ নিয়ে ৯৩তম বার প্রতিবেদন জমার তারিখ পেছালো বলে আইনজীবীরা জানিয়েছেন।

এর আগে ২৬ সেপ্টেম্বর প্রতিবেদন দিতে না পেরে সময়ের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। সেদিন ঢাকার মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী ৩১ অক্টোবর নতুন তারিখ রাখেন। বারবার প্রতিবেদন দিতে না পারায় অসন্তোষও প্রকাশ করেছিল দুটি আদালত।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় খুন হন বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙার বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।

হত্যাকাণ্ডের পর রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন রুনির ভাই নওশের রোমান। বিভিন্ন সময়ে মোট আটজনকে এ মামলায় গ্রেপ্তার করা হয়। পরে দুজন জামিনও পান।

প্রথমে শেরেবাংলা নগর থানা পুলিশ আলোচিত এ হত্যা মামলার তদন্তে নামে। চারদিন পর তদন্তের ভার দেওয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে।

তারা রহস্যের কিনারা করতে না পারায় হাই কোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ এপ্রিল তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।

দায়িত্ব পেয়ে ডিএনএসহ অন্যান্য বায়োমেট্রিক পরীক্ষার জন্য ঘটনাস্থল থেকে বটি, পরিধেয় কাপড়সহ বেশ কিছু বস্তু পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ল্যাবেও পাঠায় র‌্যাব। কিন্তু ১০ বছরেও এ হত্যা রহস্য উদঘাটন হয়নি।

Share if you like

Filter By Topic