Loading...
The Financial Express

সরকারি হিসাবে ৯ শতাংশের নিচে নেমেছে মূল্যস্ফীতি

| Updated: November 08, 2022 20:16:57


এফই ফাইল ছবি এফই ফাইল ছবি

গেল অক্টোবর মাসে দেশে সাধারণ মূল্যস্ফীতির হার আগের বছরের একই সময়ের তুলনায় (পয়েন্ট টু পয়েন্ট) কিছুটা কমে ৮ দশমিক ৯১ শতাংশে নেমে এসেছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তার মানে গত বছরের অক্টোবরে মানুষ যে পণ্য বা সেবা ১০০ টাকায় পেয়েছিলেন, সেই একই পণ্য বা সেবার জন্য এ বছরের অক্টোবরে খরচ হয়েছে ১০৮ টাকা ৯১ পয়সা।

এক দশকের রেকর্ড ভেঙে গত অগাস্ট মাসে মূল্যস্ফীতির হার ৯ দশমিক ৫২ শতাংশে পৌঁছায়। আর সেপ্টেম্বরে এই হার ৯ দশমিক ১০ শতাংশ হয়।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এক পরবর্তী সংবাদ সম্মেলনে অক্টোবরে মূল্যস্ফীতি আরও কিছুটা কমেছে বলে জানান পরিকল্পনামন্ত্রী।

তিনি বলেন, “মূল্যস্ফীতি কমার এই প্রবণতা সামানের দিনেও অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।”

অক্টোবরে গড় মুজরি বৃদ্ধির হার ৬ দশমিক ৮৬ থেকে বেড়ে ৬ দশমিক ৯১ হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “মূল্যস্ফীতি কিছুটা হলেও কমায় আর মজুরি হার কিছুটা বৃদ্ধি পাওয়ায় নিম্ম আয়ের মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবেন।”

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অ্যাকাউন্টিং উইংয়ের পরিচালক মো. জিয়াউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অক্টোবরে খাদ্য উপখাতের মূল্যস্ফীতি ছিল পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে ৮ দশমিক ৫০ শতাংশ। আর খাদ্য বহির্ভূত উপখাতে ৯ দশমিক ৫৮ শতাংশ।

Share if you like

Filter By Topic