সকল নারীকে নিরাপদে এবং বৈধভাবে গর্ভপাতের অধিকার দিয়ে ভারতের সুপ্রিম কোর্ট এক রায়ে বলেছে, গর্ভপাতের ক্ষেত্রে নারী বিবাহিত কি অবিবাহিত, সেই পার্থক্য করা অসাংবিধানিক।
সেইসঙ্গে গর্ভপাত আইনে বৈবাহিক ধর্ষণের একটি ধারা যুক্ত করার আদেশ এসেছে এই রায়ে, যা ভবিষ্যতে এ ধরনের ধর্ষণের বিচারের পথ তৈরি করে দেবে বলে সংশ্লিষ্টদের ধারণা। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
নারী অধিকারকর্মীরা এ রায়কে বর্ণনা করেছেন ‘যুগান্তকারী’ হিসাবে। এ রায়কে স্বাগত জানিয়েছেন আইন প্রণেতারাও।
বৃহস্পতিবার এই রায়ে আদালত বলছে, একজন নারীর বৈবাহিক অবস্থা তাকে গর্ভপাতের অধিকার থেকে বঞ্চিত করার কোনো কারণ হতে পারে না। কোনো অবিবাহিত নারীও চাইলে তার অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের অবসান ঘটাতে পারবেন ২৪ সপ্তাহের মধ্যে।