শাহজালালে এবার ধরা পড়ল তরল সোনা


FE Team | Published: October 15, 2022 17:52:35 | Updated: October 16, 2022 10:14:30


শাহজালালে এবার ধরা পড়ল তরল সোনা

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীকে গ্রেপ্তারের পর টুথপেস্টের মতো সোয়া ২ কেজির বেশি তরল সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা।

শুক্রবার রাতে দুবাই ফেরত ওই যাত্রীদের গ্রেপ্তারের কথা জানান বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত সুপার জিয়াউল হক।

তিনি বলেন, রাত ১১টার দিকে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের দুই যাত্রী মো. সুমন ও আমিন অর রশিদকে আটক করা হয়। তাদের কাছে সোনা থাকার খবর ছিল আগে থেকেই।

“প্রাথমিক তল্লাশিতে তাদের কাছে মোট ৪৬৪ গ্রাম ওজনের চারটি সোনার বার এবং ১৯৬ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার পাওয়া যায়। পরবর্তীতে তারা যে আসনে বসেছিলেন, তার নিচ থেকে ১০টি প্যাকেট পাওয়া যায়।”

ওই প্যাকেটগুলোতে সোনালি রঙের মন্ড বা টুথপেস্টের মতো ২ কেজি ৩৪০ গ্রাম সোনা পাওয়ার কথা জানিয়ে এই কর্মকর্তা বলেন, তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় কাস্টমস আইনে মামলা দায়ের করা হয়েছে। à¦–বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

Share if you like