Loading...
The Financial Express

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহতের খবর

| Updated: November 09, 2022 17:40:40


লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহতের খবর

লালমনিরহাটের আদিতমারী উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে।

বুধবার ভোর রাতে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতলি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম এ তথ্য জানান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

নিহতরা হলেন- ওয়াইস করনী (৩১) এবং আইনাল হক (২৫)। দুজনের বাড়ি সীমান্তের পাশাপাশি গ্রামে।

ওসি সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্বজনরা মরদেহগুলো সীমান্ত এলাকা থেকে বাড়ি নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।

“মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। একজনের গলায় এবং আরেকজনের বুকে গুলির চিহ্ন রয়েছে। এখন মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য লালমনিরহাট ১০০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের পাঠানো হয়েছে।”

ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, মঙ্গলবার রাতে মহিষতলি এলাকার কয়েকজন গরু পারাপারকারী সীমান্ত এলাকায় গিয়েছিলেন। এ সময় বিএসএফ গুলি করলে দুজন গুলিবিদ্ধ হন। পরে তাদের মরদেহ বাংলাদেশ অংশে পাওয়া যায়।

অন্য সঙ্গীরা বাড়িতে এসে নিহতদের স্বজনদের বিষয়টি জানায়। ভোর ৫টার দিকে স্বজনরা সীমান্ত এলাকায় গিয়ে লাশ বাড়ি নিয়ে আসে বলে জানান চেয়ারম্যান।

ঘটনার পর বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির সদস্যদের টহল দিতে দেখা গেছে। তবে এ ব্যাপারে তারা কোনো কথা বলতে চাননি।

Share if you like

Filter By Topic