লাইনচ্যুত বগি উদ্ধার: টাঙ্গাইলে ১১ ঘণ্টা পর ট্রেন চালু


এফই অনলাইন ডেস্ক | Published: December 13, 2022 13:16:01


লাইনচ্যুত বগি উদ্ধার: টাঙ্গাইলে ১১ ঘণ্টা পর ট্রেন চালু

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ১১ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর ও দ‌ক্ষিণ-পশ্চিমাঞ্চ‌লের ট্রেন চলাচল আবার শুরু হয়েছে। à¦–বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এর আগে সোমবার রাত ১০টার দি‌কে ঢাকা-বঙ্গবন্ধু সেতু পূর্ব রেললাই‌নের রাজাবাড়ি রেলক্রসিংয়ে ট্রেনটির ১১ নম্বর বগি লাইনচ্যুত হয়। এতে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়ে; দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।

পশ্চিমাঞ্চল রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী লিয়াকত আমিন বলেন, উত্তরবঙ্গ থেকে চালবাহী ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিলো। রাজাবাড়ি রেলক্রসিং অতিক্রম করার সময় ১১ নম্বর বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। খবর পেয়ে রাত ৩টার দিকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে।

“সকাল ৯টার দিকে বগিটি উদ্ধার করা হয়। এখন ট্রেন চলাচল স্বাভাবিক।”

লাইনচ্যুত বগি উদ্ধারের পর টাঙ্গাইল স্টেশনে আটকা পড়া দ্রুতযান এক্সপ্রেস, মহেড়া স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ও টঙ্গী স্টেশনে লালমনি এক্সপ্রেস গন্তব্যে ছেড়ে গেছে।

Share if you like