এভারটনের বিপক্ষে ম্যাচে পায়ের পেশিতে চোট পাওয়ায় শঙ্কার মেঘ ঘিরে ধরেছিল রিশার্লিসনকে। কাতার বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তার কথা এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিজেই বলেছিলেন। তবে ব্রাজিল ভক্তদের সুসংবাদ দিলেন টটেনহ্যাম হটস্পার কোচ আন্তোনিও কন্তে। তিনি নিশ্চিত, বৈশ্বিক আসরের আগেই ফিট হয়ে যাবেন রিশার্লিসন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
ইংলিশ প্রিমিয়ার লিগে গত শনিবার টটেনহ্যামের ২-০ গোলে জেতা ম্যাচে শুরুর একাদশে ছিলেন রিশার্লিসন। ৫০তম মিনিটে পায়ের পেশিতে ব্যথা পান তিনি।
ওই ম্যাচের পর চোট প্রসঙ্গে ইএসপিএন ব্রাসিলের সঙ্গে কথা বলতে গিয়ে ছলছল চোখে রিশার্লিসন বলেছিলেন বিশ্বকাপ খেলার স্বপ্ন নিয়ে শঙ্কার কথা।
“(কী হবে) বলা কঠিন, কেননা, বিশ্বকাপ খেলার স্বপ্নের খুব কাছাকাছি (ছিলাম) আমি। একই ধরনের চোটে এর আগেও ভুগেছি। আশা করি, অল্প সময়ের মধ্যে সেরে উঠব। নয়তো, এভারটনেই আমাকে দুই মাস বসে থাকতে হবে।”
কন্তে অবশ্য তখনও খুব শঙ্কার কিছু নেই বলে জানিয়েছিলেন। শুধু বলেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে তাদের পরের লিগ ম্যাচে রিশার্লিসনের খেলার সম্ভাবনাই নেই।
ইউনাইটেডের বিপক্ষে আগামী বুধবার মাঠে নামবে টটেনহ্যাম। এই ম্যাচের আগে রিশার্লিসনের চোট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কন্তে বলেন, ২৫ বছর বয়সী এই ফুটবলারের বিশ্বকাপের আগে ফিট হয়ে ওঠার ব্যাপারে নিশ্চিত তিনি।
“রিশার্লিসনের চোট নিয়ে বলতে গেলে, তার একটি স্ক্যান করা হয়েছে এবং এরপর আমরা জানতে পারব সেরে উঠতে তার কত সময় লাগবে। তবে ইউনাইটেডের বিপক্ষে নিশ্চিতভাবেই তাকে পাওয়া যাচ্ছে না।”
“আমি নিশ্চিত করে দিতে পারি যে, নিঃসন্দেহে রিশার্লিসন বিশ্বকাপ না খেলার ঝুঁকিতে নেই।”
চোটের কারণে রিশার্লিসনকে বিশ্বকাপে না হারানো ব্রাজিলের জন্য বড় স্বস্তি হয়েই এলো। গাব্রিয়েল জেসুস ও রবের্তো ফিরমিনোর মতো ফরোয়ার্ড আক্রমণভাগে থাকলেও সাম্প্রতিক সময়ে জাতীয় দলের হয়ে দারুণ ফর্মে থাকা রিশার্লিসনকে না পেলে তিতের দলের জন্য তা হতো বড় এক ধাক্কা।
আগামী ২০ নভেম্বর মাঠে গড়াবে কাতার বিশ্বকাপ। ‘জি’ গ্রুপে ব্রাজিলের সঙ্গে আছে সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন।
সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের প্রথম ম্যাচ সার্বিয়ার বিপক্ষে, আগামী ২৪ নভেম্বর।