Loading...
The Financial Express

রাস্তার পানির ছবি তুলে ‘সবার ঢাকা’ অ্যাপে দিতে বলছে ডিএনসিসি

| Updated: October 26, 2022 08:46:29


রাস্তার পানির ছবি তুলে ‘সবার ঢাকা’ অ্যাপে দিতে বলছে ডিএনসিসি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রাজধানীতে ভারি বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে নিরবচ্ছিন্নভাবে কাজ করার কথা জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃপক্ষ।

উত্তর সিটির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বলেন, “ইতোমধ্যে প্রধান প্রধান সড়কগুলো থেকে পানি নিষ্কাশন করা হয়েছে। মেয়র মো. আতিকুল ইসলামের নির্দেশে প্রকৌশল বিভাগ, বর্জ্য বিভাগসহ সংশ্লিষ্ট বিভাগুলো গভীর রাত থেকে কাজ করছে।

“জলাবদ্ধতা পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া কুইক রেসপন্স টিমের মাধ্যমে যেসব অঞ্চলে জলাবদ্ধতা দেখা যাচ্ছে সেই সব অঞ্চলের পানি প্রবাহ নিশ্চিত করা হচ্ছে।”

সোমবার সন্ধ্যা থেকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়া এবং নিরবচ্ছিন্ন বৃষ্টি হওয়ায় পানি অপসারণ হতে কিছুটা সময় লেগেছে বলে জানান এই কর্মকর্তা।

কোথাও পানি জমে থাকলে ‘সবার ঢাকা’ অ্যাপের মাধ্যমে ছবি তুলে লোকেশন উল্লেখ করে সিটি করপোরেশনকে জানাতে নাগরিকদের আহ্বান জানান তিনি।

ঝড়ে উপড়ে পড়া ছোট বড় প্রায় দুই শতাধিক গাছ মঙ্গলবার ভোরের মধ্যেই অপসারণ করা হয়েছে বলে দাবি করেন মকবুল হোসাইন।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের বিপদ কেটে গেলেও টানা ভারি বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা; বৃষ্টি আর ড্রেনের ময়লা পানি ঢুকে পড়েছে বাসা-বাড়ি, মসজিদেও। ঝড়ের রাতের পর মঙ্গলবার সকালে রাস্তায় বেরিয়ে বিপাকে পড়তে হয় কর্মজীবী মানুষকে।

সিত্রাংয়ের প্রভাবে সোমবার রাজধানীসহ দেশের সর্বত্র ঝড়া হাওয়া বয়ে যায়। মধ্যরাতে উপকূল অতিক্রমের সময় ঘূর্ণিঝড়টি রাতেই স্থল নিম্নচাপে রূপ নেয়। শক্তি হারিয়ে এখন দুর্বল হয়ে পড়ছে। মঙ্গলবার আকাশে রোদের দেখা মিললেও বুধবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন জানান, ঢাকা মহানগর এলাকায় সকাল ১০টা পর্যন্ত বিভিন্ন সড়কে ভেঙে পড়া ৪৭টি গাছ অপসারণ করা হয়েছে। এছাড়া সারা দেশে ৩২৯টি গাছ অপসারণে কাজ করেছে ফায়ার সার্ভিস। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

Share if you like

Filter By Topic