রাশিয়ার বোমারু বিমানের ঘাঁটিতে ইউক্রেইনের ড্রোন হামলা, নিহত ৩


এফই অনলাইন ডেস্ক | Published: December 26, 2022 14:58:44 | Updated: December 26, 2022 18:13:37


ছবি রয়টার্স থেকে নেওয়া

রাশিয়ার দক্ষিণাঞ্চলের এঙ্গেলস বিমানঘাঁটিতে ইউক্রেইনের ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে মস্কো। à¦–বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

তারা বলেছে, সোমবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা গুলি করে ওই ড্রোনটি ভূপাতিত করলেও, সেটার ধ্বংসাবশেষে ওই তিনজনের মৃত্যু হয়।

বোমারু বিমানের ঘাঁটি হিসেবে পরিচিত এই এঙ্গেলস এয়ারফিল্ডে গত ৫ ডিসেম্বরও ইউক্রেইন প্রায় একই রকমের একটি হামলা চালিয়েছিল বলে রাশিয়া দাবি করে আসছে। এ ঘাঁটিটি ইউক্রেইন সীমান্তে থেকে প্রায় ৫০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

কোনো হামলা প্রসঙ্গেই ইউক্রেইনের সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে বিবিসি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, সোমবার ভোরের অনেক আগে রাত ১টা ৩৫ মিনিটের দিকে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা খুব নিচ দিয়ে উড়ে আসা ইউক্রেইনীয় ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করে।

কিন্তু ড্রোনটির ধ্বংসাবশেষ আহত রুশ বাহিনীতে কর্মরত তিনজন পরে মারা যান।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আসা অনেক ভিডিওতে এঙ্গেলস এয়ারফিল্ডে বিস্ফোরণ ও সাইরেনের শব্দ শোনা গেছে। 

সারাতোভের গভর্নর ‘কোনো ধরনের ঝুঁকি নেই’ বলে পরে এঙ্গেলস শহরের বাসিন্দাদের আশ্বস্তও করেছেন।

এর আগে মস্কো ৫ ডিসেম্বরও এঙ্গেলস ও রিয়াজান এলাকায় আরেকটি বিমানঘাঁটিতে হামলা এবং ইউক্রেইনীয় ড্রোনের ধ্বংসাবশেষে তিনজন নিহতের কথা জানিয়েছিল। সেবার তারা দুটি বিমান সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও স্বীকার করে নিয়েছিল।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেইনে সামরিক অভিযান শুরুর পর থেকে প্রতিবেশী দেশটির বিভিন্ন লক্ষ্যে ক্ষেপণাস্ত্র হামলায় মস্কো প্রায়ই এঙ্গেলস বিমানঘাঁটিকে ব্যবহার করেছে।

ক্রেমলিন এর আগেও কিইভের বিরুদ্ধে তাদের ভূখণ্ডে হামলা চালানোর অভিযোগ করেছে, কিন্তু সীমান্তের এত ভেতরে এমন হামলা রুশ সেনাবাহিনীকে চরম বিব্রতও করছে বলে ধারণা সমর বিশেষজ্ঞদের।

Share if you like