রানি এলিজাবেথের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, দেখতে যাচ্ছেন স্বজনরা


এফই অনলাইন ডেস্ক   | Published: September 08, 2022 19:34:02 | Updated: September 09, 2022 18:04:44


রানি এলিজাবেথের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, দেখতে যাচ্ছেন স্বজনরা

যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে বাকিংহাম প্যালেস। 

বৃহস্পতিবার এ খবর পাওয়ার পরই রানিকে দেখতে বালমোরাল প্রাসাদে ছুটে যেতে শুরু করেছেন তার সন্তান-সন্ততিরা। তারা কেউ কেউ এরই মধ্যে প্রাসাদে পৌঁছেছেন। আবার কেউ কেউ রয়েছেন পথে। 

বাকিংহাম প্যালেসের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আজ (বৃহস্পতিবার) সকালে বেশকিছু পরীক্ষার পর রানির চিকিৎসকরা তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাকে চিকিৎসা তত্ত্বাবধানে রাখার পরামর্শ দিয়েছেন। à¦–বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।  

‘‘রানি বালমোরালে আছেন এবং সেখানে তার কোনও অসুবিধা হচ্ছে না” বলেও জানানো হয় বিবৃতিতে। 

রানি দ্বিতীয় এলিজাবেথের বয়স এখন ৯৬ বছর। এই সময়ে তার স্বাস্থ্য জটিলতা নিয়ে প্রাসাদ থেকে এমন বিবৃতি আসাটা উদ্বেগের বলেই জানিয়েছেন রাজকীয় লেখক রবার্ট হার্ডম্যান। 

বিবিসি কে তিনি বলেন, প্রাসাদ থেকে সাধারণত রানির স্বাস্থ্য নিয়ে এমন বুলেটিন দেওয়া হয় না, যদি না সেটি গুরুতর হয়। 

রানি কোভিড আক্রান্ত হওয়ার সময় কেবল সেটি জানানোর জন্য সর্বশেষ প্রাসাদ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছিল বলে জানান তিনি। 

রানির স্বাস্থ্য ভাল না যাওয়ায় বুধবার একটি অনলাইন বৈঠক পিছিয়ে দেওয়া হয়। তারপরই রানির স্বাস্থ্য নিয়ে উদ্বেগের এই খবর এল। বুধবারই চিকিৎসকরা রানির বিশ্রামের প্রয়োজন বলে পরামর্শ দিয়েছিলেন। 

রানির শরীর ভালো নেই এমন খবর ছড়িয়ে পড়ার পর সদ্য প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করা লিজ ট্রাস থেকে শুরু করে যুক্তরাজ্যের আরো বেশ কয়েকজন নেতা রানির দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করেছেন। 

গত মঙ্গলবার রানির সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর ‍দায়িত্ব গ্রহণ করেন ট্রাস। সাধারণত এ অনুষ্ঠান লন্ডনের বাকিংহাম প্যালেসে হয়। কিন্তু এবার রানি সেখানে যাননি। ট্রাস স্কটল্যান্ডের বালমোরালে গিয়ে রানির কাছে সরকার গঠনের অনুমতি নিয়েছেন।  

এক টুইটে ট্রাস লেখেন, ‘‘আমার প্রার্থনা এবং যুক্তরাজ্যের সব মানুষের প্রার্থনা এই সময়ে রানি এবং তার পরিবারের সঙ্গে আছে।” 

এবছরই রানি দ্বিতীয় এলিজাবেথের ব্রিটিশ সিংহাসনে আরোহণের ৭০ বছর উদযাপিত হয়েছে। রানি বর্তমানে গ্রীষ্মকালীন বিশ্রাম নিচ্ছেন এবং গত জুলাই মাস থেকে স্কটল্যান্ডের বারমোরাল প্রাসাদে অবস্থান করছেন। 

রানির সঙ্গে দেখা করতে এরইমধ্যে ব্রিটিশ যুবরাজ প্রিন্স চার্লস এবং ক্যামিলা স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে পৌছেঁছেন। প্রিন্স উইলিয়াম পথে রয়েছেন। 

 

Share if you like