Loading...
The Financial Express

রাজধানীতে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৫ এজেন্ট

| Updated: February 13, 2023 18:10:58


রাজধানীতে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৫ এজেন্ট

প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বাংলালিংক ও বিকাশের পাঁচজন এজেন্টকে গ্রেপ্তার করেছে ঢাকার মিরপুর থানা পুলিশ।

রোববার ভোরে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- খোরশেদ আলম (২৮),  মো. ফয়সাল হাসান ফাহিম (২৪), আনোয়ার পারভেজ ভূঁইয়া (২৫), মো. মমিনুল ইসলাম (২৯) ও মো. নজরুল ইসলাম (৪০)। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তাদের মধ্যে খোরশেদ আলম মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের এজেন্ট। বাকিরা মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানি বিকাশের এজেন্ট।

মিরপুর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, থানায় এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। গত ২ ফেব্রুয়ারি এক বিকাশ এজেন্টের মাধ্যমে অন্য একজনকে ১২ হাজার টাকা পাঠান ওই ব্যক্তি।

“বাসায় ফেরার পর তাকে ফোন করে জানানো হয়, ক্যাশ ইন করার সময় ভুল নম্বরে টাকা চলে যাওয়ায় একটি নম্বর লক করে দেওয়া হয়েছে। সেই লক খোলার জন্য ওটিপি তার মোবাইল ফোন নম্বরে পাঠানো হয়েছে। তিনি ওটিপি নম্বরটি ফোনকলে অন্যপ্রান্তের ব্যক্তিকে বলার পর দেখেন তার বিকাশ থেকে ৪৭ হাজার ৯৪০ টাকা তুলে নেওয়া হয়েছে। এরপর ওই নম্বরে ফোন করলে সেই ফোন বন্ধ পান অভিযোগকারী।”

অভিযোগ পাওয়ার পর প্রযুক্তির সহায়তা নিয়ে পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানিয়ে ওসি মহসীন বলেন, “খোরশেদ মোবাইল ফোনের সিম বিক্রির জন্য বস্তি এলাকায় গিয়ে কৌশলে বস্তিবাসীদের ফিঙ্গারপ্রিন্ট ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেন। এরপর সেই সিম বিকাশ এজেন্টদের কাছে বেশি দামে বিক্রি করেন।

“ওইসব সিম দিয়েই তারা বিকাশ এর কর্মকর্তা সেজে প্রতারণা করে থাকে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।”

Share if you like

Filter By Topic