Loading...
The Financial Express

যেভাবে একটি ম্যাচ জিতেও পরের রাউন্ডে খেলতে পারবে আর্জেন্টিনা

| Updated: November 23, 2022 18:25:40


যেভাবে একটি ম্যাচ জিতেও পরের রাউন্ডে খেলতে পারবে আর্জেন্টিনা

বিশ্বকাপের অন্যতম দাবিদার হিসেবেই কাতার গিয়েছিল আর্জেন্টিনা। আর কেনই বা নয়, টানা ৩৬ ম্যাচে যে অপরাজিত ছিল লিওনেল মেসির দল। এই ৩৬ ম্যাচে আছে মহাদেশীয় টুর্নামেন্ট কোপা আমেরিকা জয় আর আন্তঃমহাদেশীয় ট্রফি 'লা ফিনালিসিমা।' তার উপর বছরের শুরু থেকেই লিওনেল মেসি রয়েছেন দারুণ ছন্দে। সব মিলিয়ে তাই আর্জেন্টিনাকে ঘিরে ভক্তদের মাঝে ছিল তুমুল আগ্রহ।

তবে সব আগ্রহে জল ঢেলে আলবেসিলেস্তেরা বিশ্বকাপ মিশন শুরু করেছে সৌদি আরবের কাছে ২-১ গোলে হোঁচট খেয়ে। আর এতেই লিওনেল স্কালোনির দলের পরের রাউন্ডে যাওয়ার রাস্তাটা হয়ে গেছে কঠিন। কারণ গ্রুপের অপর দুই দল পোল্যান্ড (২৬) আর মেক্সিকো (১৩) সব ক্ষেত্রেই র‍্যাংকিংয়ে ৫১তম দল সৌদি আরবের চেয়ে এগিয়ে। তাই আর্জেন্টিনার পরের রাউন্ডে খেলার সমীকরণ নিয়ে ইতোমধ্যে ভাবনা শুরু হয়ে গেছে দর্শকদের মাঝে।

যেভাবে পরের রাউন্ডে যেতে পারে আর্জেন্টিনা

পরের রাউন্ডে যেতে আর্জেন্টিনার সহজতম উপায়টি হলো পরবর্তী দুই ম্যাচ জয়। মেক্সিকো এবং পোল্যান্ড শক্তিশালী দল হলেও শক্তিমত্তার বিচারে দক্ষিণ আমেরিকার দলটি ঢের এগিয়ে। এ দুই ম্যাচ থেকে ৬ পয়েন্ট তুলে নিতে পারলে এক ম্যাচ হেরেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে আর্জেন্টিনা, তবে সেক্ষেত্রে নির্ভর করতে হবে অন্য ম্যাচগুলোর ফলের উপর।

তবে গ্রুপ সি'তে এখন যেকোনো কিছুই ঘটতে পারে। কেননা যেকোনো তিনটি দলেরই ৬ পয়েন্ট করে সংগ্রহ করার সম্ভাবনা রয়েছে। তাই পরের দুটি ম্যাচ কেবল জিতলেই নিশ্চিন্ত হওয়া যাবে না, জিততে হবে বড় ব্যবধানেও যেন গোল ব্যবধানে এগিয়ে থেকে পরের রাউন্ড নিশ্চিত করা যায়।
তবে, বাকি ম্যাচ দুটোর একটিতেও যদি পূর্ণ তিন পয়েন্ট আনতে ব্যর্থ হয় আর্জেন্টিনা, তাহলে গ্রুপ পর্ব থেকে বাড়ি ফেরার সম্ভাবনা অনেকটাই প্রবল হয়ে যাবে। একটি ড্র এবং একটি জয়ে আর্জেন্টিনার পয়েন্ট হবে ৪। সেক্ষেত্রে অন্যদের ফলাফলের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় থাকবে না লিওনেল মেসিদের।

এক ম্যাচ জিতেও পরের রাউন্ডে!

মজার ব্যাপার হলো, কেবল একটি জয় নিয়েও পরের রাউন্ডে যাওয়া সম্ভব! সেক্ষেত্রে আর্জেন্টিনার পয়েন্ট হবে ৩ এবং তাদের তাকিয়ে থাকতে হবে বাকি ম্যাচগুলোর ফলাফলের উপর। যদি আর্জেন্টিনা অবশিষ্ট ২ ম্যাচের একটিতে হেরে যায়, তাহলে পরের রাউন্ডে যেতে হলে যে দুটি দলের নিকট আর্জেন্টিনা হারবে সে দুটি দলের যেকোনো একটিকে সবগুলো ম্যাচ জিততে হবে, অর্থাৎ পূর্ণ ৯ পয়েন্ট অর্জন করতে হবে। অবশ্য তখনো গোল ব্যবধানে এগিয়ে থাকার প্রয়োজন আসবে। এক দলের ৯ পয়েন্ট হলে বাকিদের ৩ পয়েন্ট করে হবে, সেক্ষেত্রে গোল ব্যবধানে এগিয়ে থাকা দলই পরের রাউন্ডে যাবে।

প্রথম ম্যাচে হারা নতুন নয় আর্জেন্টিনার এবার নিয়ে ৬ষ্ঠ বারের মতো বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ হেরেছে লাতিন জায়ান্ট আর্জেন্টিনা। শেষবার এমনটি হয়েছে ১৯৯০ বিশ্বকাপে যেবার ম্যারাডোনার দল ক্যামেরুনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শুরু করেও পৌঁছে যায় ফাইনালে।
আর্জেন্টিনা ফ্যানদের স্বস্তি দিতে পারে স্পেনের বিশ্বকাপজয়ী মিশনও। ২০১০ বিশ্বকাপ স্পেনও শুরু করেছিল সুইজারল্যান্ডের কাছে হেরে। পরে তারা নিজেদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ জিতে নেয়!

তবে গ্রুপে দ্বিতীয় হয়ে পরের রাউন্ডে গেলে আর্জেন্টিনার পরবর্তী পথটা কঠিনই হবে। সেক্ষেত্রে পরের রাউন্ডেই সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ফ্রান্স। তবে আর্জেন্টিনা গ্রুপ পর্বে দ্বিতীয় হলে এবং ব্রাজিল তাদের গ্রুপে প্রথম হলে একটি সম্ভাব্য ব্রাজিল - আর্জেন্টিনা ফাইনালের আশা টিকে থাকবে, যদি উভয় দল পরের ধাপগুলো পেরিয়ে যেতে পারে।

[email protected]

Share if you like

Filter By Topic