Loading...
The Financial Express

যুক্তরাষ্ট্রে মুরগির ভেতর পিস্তল, ধরা পড়ল বিমানবন্দরে

| Updated: November 09, 2022 18:12:38


যুক্তরাষ্ট্রে মুরগির ভেতর পিস্তল, ধরা পড়ল বিমানবন্দরে

মার্কিন পরিবহন কর্মকর্তারা একটি চামড়া ছাড়ানো মুরগির ভেতর পিস্তল ভরে বিমানে করে সেটি পাচারের চেষ্টা ভণ্ডুল করে দেওয়ার পর এক যাত্রীকে অনলাইনে কড়া ভাষায় তিরস্কার করেছেন।

ফ্লোরিডার ফোর্ট লডারডেল-হলিউড বিমানবন্দরে পরিবহন নিরাপত্তা প্রশাসনের (টিএসএ) কর্মকর্তারা পাচারের এ চেষ্টা উন্মোচন করেন বলে জানিয়েছে বিবিসি। 

ভ্রমণকারীর ওই অস্ত্র, যেটি মুরগির ভেতরে গুজে রাখা এবং কাগজ দিয়ে মোড়ানো ছিল, সেটি বোর্ডিংয়ের আগেই শনাক্ত হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

টিএসএ কর্মকর্তারা ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে রসিকতা করে বলেছেন, পাচারের এই পুরো পরিকল্পনাটি ‘এমনকি আধা-সেদ্ধও ছিল না’।

যে যাত্রী এই কাণ্ড ঘটানোর চেষ্টা করেছিলেন, কর্মকর্তারা তার পরিচয় প্রকাশ করেননি।

তবে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ সেপ্টেম্বর মুরগির ভেতর পিস্তল ভরে পাচারের চেষ্টার সঙ্গে একজন আন্তর্জাতিক যাত্রী জড়িত ছিলেন। যে কারণে শুল্ক ও সীমান্ত সুরক্ষা কর্মকর্তারাও এ ঘটনায় সংশ্লিষ্ট হন।

ওই যাত্রীর নাম পরিচয় কিংবা তার বর্তমান অবস্থান সম্পর্কে কিছুই বলেনি তারা।

টিএসএ-র ইনস্টাগ্রাম পোস্টে বিমানবন্দরের একটি স্ক্রিনিং এলাকায় মুরগিটিকে কর্মকর্তাদের পরীক্ষা নিরীক্ষা করা এবং পরে মুরগিটির ভেতর থেকে পিস্তল বের করার ছবি দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রে বিমানে করে আগ্নেয়াস্ত্র বহন অপরাধ নয়, তবে সেক্ষেত্রে অস্ত্রটি অবশ্যই আনলোড অবস্থায়, তালাবদ্ধ এবং সবগুলো পাশ শক্ত এমন কনটেইনারে থাকতে হবে, বহন করতে হবে চেকড ব্যাগেজে করে।

গত বছর যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে যাত্রীদের কাছ থেকে রেকর্ড সংখ্যক আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়, যার প্রায় ৮৫ শতাংশই লোডেড অবস্থায় ছিল, জানিয়েছে টিএসএ।

Share if you like

Filter By Topic