মেসিদের বিশ্ব জয়ে কাঁদলেন মারাদোনা-পুত্র


FE Team | Published: December 19, 2022 20:03:58 | Updated: December 20, 2022 17:38:05


মেসিদের বিশ্ব জয়ে কাঁদলেন মারাদোনা-পুত্র

আর্জেন্টিনায় আজ উৎসব, বইছে আনন্দের ঢেউ। দীর্ঘ ৩৬ বছর পর মেসি-দি মারিয়াদের হাত ধরে আবারও বিশ্বকাপ জয়ের আনন্দে মাতোয়ারা দেশটির মানুষ। ভীষণ খুশির এই দিনে বাবা দিয়েগো মারাদোনার কথা খুব মনে পড়ছে জুনিয়র মারাদোনার। তার বিশ্বাস, না থেকেও তাদের সঙ্গে উদযাপনে আছেন তার বাবা।  

কাতার বিশ্বকাপের আগে আর্জেন্টিনার সবশেষ বিশ্বকাপ জয় এসেছিল মারাদোনার হাত ধরে। প্রায় একক প্রচেষ্টায় ১৯৮৬ সালে মেক্সিকোর ওই আসরে আর্জেন্টিনাকে মুকুট পরিয়েছিলেন মারাদোনা। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।  

ফুটবল ইতিহাসে মারাদোনা নামটা এমনভাবে জড়িয়ে যে, আর্জেন্টিনার যেকোনো অর্জনে তার নামটি উঠে আসবেই। জীবদ্দশায় দেশকে আর বিশ্বকাপ জিততে দেখে যেতে পারেননি মারাদোনা। তবে লিওনেল স্কালোনির দলের এবারের বিশ্ব জয়ের পথচলায় না থেকেও যে সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে তিনি ছিলেন, তা বলার অপেক্ষা রাখে না।  

লুসাইল স্টেডিয়ামে রোববার ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। নাটকীয়তায় ভরা নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষ হয়েছিল ৩-৩ সমতায়।  

ফাইনাল শেষে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন মারাদোনার ছেলে। কাঁদতে কাঁদতে তিনি বলেন ‘আমরা চ্যাম্পিয়ন’। পোস্টে লেখেন, “এই কাপটি বুয়েন্স এইরেসে যাচ্ছে।”   

মারাদোনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখন তার সন্তানরা পরিচালনা করেন। শিরোপা নিশ্চিত হওয়ার পর সেখানে একটি ছবি পোস্ট করা হয়েছে, যেখানে বিশ্বকাপ হাতে পাশাপাশি আছেন আর্জেন্টিনার তিন শিরোপা জয়ী অধিনায়ক দানিয়েল পাসারেল্লা, মারাদোনা ও মেসি। ক্যাপশনে লেখা, “আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন!!! আপনি কতটা গর্বিত, তা কল্পনা করতে পারছি… নতুন আনন্দের জন্য ধন্যবাদ।” 

Share if you like