সচেতন পাঠকমাত্রই শিরোনাম পড়ে চমকে উঠতে পারেন। মাঠে যখন গড়াচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২, তখন ফুটবলের দুনিয়ার দুই মহাতারকা লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে দাবার কী সম্পর্ক থাকতে পারে, তা নিয়ে ভাবতে বসে দিশেহারাও হতে পারেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সম্প্রতি এক ইনস্টাগ্রাম ছবিতে দাবার বোর্ডকে সামনে নিয়ে বসতে দেখা গেছে এই দুই খ্যাতিমান ফুটবলারকে। সাদা কালো গুটিগুলো সামনে সাজিয়ে রেখে পরের দান নিয়ে ভাবছেন তাঁরা, এমন একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন দু’জন আর তাতেই ইন্টারনেটের জগতে উঠেছে ঝড়।
বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে দাবা খেলার একটি ছবি শেয়ার করেন মেসি এবং রোনালদো। তবে, তাদের দাবা খেলা কিন্তু অন্য দশজনের মতো নয়। খেলা হচ্ছে একটি স্যুটকেসের ওপর যার গায়ে দাবার ঘরের মতো নকশা কাটা। দুই দিক থেকে দুইজন চিন্তামগ্ন দাবাড়ুর মতো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন দাবার চৌষট্টি ঘরের দিকে। তবে এই ছবি দেখে মনে করার কারণ নেই যে মেসি - রোনালদো ফুটবল বাদ দিয়ে এবার দাবাড়ুর খাতায় নাম লেখাতে চলেছেন। বরং এই ছবি তোলা হয়েছে ফরাসি ব্রান্ড লুই ভিঁতোনের বিজ্ঞাপনের জন্যে।
অত্যন্ত চমৎকার আলো-ছায়া এবং ক্যামেরার কাজের এই ছবিটি তুলেছেন আমেরিকান ফটোগ্রাফার এনি লেভিবোতজ। ছবিটি শেয়ার দিয়ে মেসি ও রোনালদো ক্যাপশনে যোগ করে দিয়েছেন - “জয় একটি মানসিক অবস্থা”। ছবিটি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই। লুই ভিঁতোনের বিজ্ঞাপনী প্রচারণা তাই সফল বলাই যায়। এর আগেও জিদান,পেলে এবং ম্যারাডোনাকে নিয়ে ফটোসেশন করেছিল চামড়ার তৈরি ব্যাগ, জুতো, অলঙ্কার ও অন্যান্য সামগ্রীর জন্য বিশ্বজুড়ে খ্যাত এই ফ্যাশন হাউজ।
ছবি তোলার আগে বিশ্বকাপ নিয়ে নিজেদের প্রত্যাশা জানিয়ে ইন্টারভিউও দিয়েছেন মেসি এবং রোনালদো। দুই তারকারই এটি পঞ্চম বিশ্বকাপ। নিজ নিজ অবস্থান থেকে প্রতিভাবান এই দুই খেলোয়াড়ের মধ্যে কে সেরা তা নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে দ্বন্দ্বের সীমা নেই। তবে, এককভাবে সেরা খুঁজে বের করার লড়াই বাদ দিলেও, ফুটবলের লড়াইয়ে দুইজনই কিন্তু অনন্য।
মজার বিষয় হচ্ছে, মেসি ও রোনালদোর দাবা খেলার ছবিতে দুইজনকে একত্রে দেখা গেলেও ছবিটি কিন্তু তাদেরকে একসাথে বসিয়ে তোলা হয়নি। দুইজনকে আলাদা আলাদা ভাবে পোজ দিয়ে ছবি তোলার পর প্রযুক্তির সাহায্য নিয়ে তৈরি করা হয়েছে নেটিজেনদের নতুন এই সেনসেশন।
দাবার ছবির গল্পে দাবার বোর্ডের কোন মাহাত্ম্য থাকবে না, তা তো হতে পারেনা! ঠিক তেমনি, মেসি রোনালদোর সামনে রাখা দাবার বোর্ডেও রোমাঞ্চ কম নয়। দাবার বোর্ডের গুটিগুলোকে হুবহু সাজানো হয়েছে ২০১৭ সালের নরওয়ে চেস টুর্নামেন্টে দুই কিংবদন্তী ম্যাগনাস কার্লসেন এবং হিকারু নাকামুরার খেলার মতো করে। সেই ম্যাচটির শেষের আগের দানে বোর্ডের অবস্থান এমনই ছিল। ঐ ম্যাচটিতে অবশ্য তিনবার একই দান পুনরাবৃত্তির পর ড্র হয়েছিল। এখান থেকে মেসি আর রোনালদোর মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াইয়ের নিষ্পত্তিও ধরে নেয়া যেতে পারে।
দাবা খেলার অভিনয় হলেও খুব দ্রুতই ফুটবলের মাঠে ফিরে যেতে হচ্ছে দুই তারকাকে। ২০ নভেম্বর থেকে কাতারে শুরু হওয়া বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও পর্তুগালের জার্সিতে দেশের প্রতিনিধিত্ব করে বিশ্বজয়ী হওয়ার স্বপ্নে বিভোর হয়েই মাঠে নামবেন লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। গ্রুপ পর্বে দেখা হওয়ার সুযোগ না থাকলেও ফুটবলপ্রেমীরা মুখিয়ে থাকবেন পরবর্তী পর্বগুলোতে এই দুই ফুটবলারকে মাঠের লড়াইতে দেখার জন্যে। দাবার বোর্ডে ড্র হলেও, ফুটবলে ফলাফলের আশা তো করাই যায়।
সিরাজুল আরিফিন বর্তমানে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে কম্পিউটার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষে অধ্যয়নরত।