Loading...
The Financial Express

মেট্রোরেলের ভাড়া কমানোর দাবি উদীচীর  

| Updated: December 20, 2022 14:40:37


মেট্রোরেলের ভাড়া কমানোর দাবি উদীচীর  

দেশের নিম্নবিত্তের মানুষের কথা চিন্তা করে ঢাকায় চালু হতে যাওয়া মেট্রোরেলের ভাড়া কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী। 

দেশের অধিকাংশ মানুষ নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির দাবি করে সোমবার সাংস্কৃতিক সংগঠনটির এক বিবৃতিতে ‘মেট্রোরেলের’ নির্ধারিত ভাড়াকে ‘গণবিরোধী’ বলা হয়। সেই সঙ্গে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং প্রতি কিলোমিটারের ভাড়া ‘অর্ধেকে’ নামিয়ে আনার দাবি জানানো হয়। 

উদীচীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে যৌথ বিবৃতিতে বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থার জন্য মেট্রোরেল উল্লেখযোগ্য অর্জন। এতে ঢাকার গণপরিবহনের সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

তবে নির্ধারিত ভাড়াকে অযৌক্তিক দাবি করে বিৃবতিতে বলা হয়, “মেট্রোরেলের যে ভাড়া নির্ধারণ করা হয়েছে তা বর্তমানে রাজধানীতে চলমান বাস সার্ভিসগুলোর চেয়েও অনেক বেশি। ব্যয় সক্ষমতার বাইরে গিয়ে এতো ভাড়া দিয়ে মেট্রোরেলে না চড়ে বেশিরভাগ যাত্রী বাসেই চলাচল করবে বলে ধারণা করা হচ্ছে। 

“অবিলম্বে মেট্রোরেলের ভাড়া কমিয়ে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা উচিত।” 

ভাড়া না কমানো হলে গণপরিবহন সংকট, যানজট ও যাত্রীদের জিম্মি করে ভাড়া নেওয়ার নৈরাজ্য ‘না কমে’ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।  

আগামী ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের উদ্বোধন করবেন। সর্বনিম্ন ভাড়া ২০ টাকা ধরে সর্বোচ্চ ১০০ টাকা নির্ধারণ করার কথা আগেই জানিয়েছে কর্তৃপক্ষ। তাতে এতে কিলোমিটারে ভাড়া রাখা হয় পাঁচ টাকা। 

Share if you like

Filter By Topic