মিয়ানমারে জাপানি চলচ্চিত্র নির্মাতার ১০ বছরের কারাদণ্ড


FE Team | Published: October 06, 2022 22:12:07 | Updated: October 07, 2022 13:59:50


ছবি: রয়টার্স

রাষ্ট্রদ্রোহ ও যোগাযোগ আইন লঙ্ঘনের অভিযোগে জাপানের এক চলচ্চিত্র নির্মাতাকে ১০ বছরের জেল দিয়েছে সামরিক জান্তা শাসিত মিয়ানমারের আদালত। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

মিয়ানমারের ইয়াঙ্গুনে গত জুলাইয়ে বিক্ষোভ চলাকালে তরু কুবোতা (২৬) নামের ওই জাপানিকে গ্রেপ্তার করা হয়েছিল। সে সময় তার বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘন এবং ক্ষমতাসীন সামরিক বাহিনীর বিরুদ্ধে ভিন্নমত উসকে দেওয়ার অভিযোগ থাকার খবর প্রকাশ পেয়েছিল।

চলচ্চিত্র নির্মাতা কুবোতার আইনজীবীর বরাত দিয়ে জাপানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তা বলেছেন, বুধবার কুবোতাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ৩ বছর এবং টেলিযোগাযোগ আইন লঙ্ঘনের অভিযোগে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া, কুবোতার অভিবাসন আইন লঙ্ঘনের শুনানি আদালত আগামী ১২ অক্টোবর ধার্য করেছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তিনি আরও বলেন, “কুবোতার মুক্তির জন্য আমরা মিয়ানমার কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি এবং তা করে যেতে চাই।”

কুবোতার কারাদণ্ডের বিষয়ে জানতে চেয়ে মিয়ানমারের সামরিক মুখপাত্রের কাছে ফোন করে কোনও সাড়া পাওয়া যায়নি। মিয়ানমার জান্তা বলেছে, মিয়ানমারের আদালত স্বাধীন এবং গ্রেপ্তারকৃতদের বিচার যথাযথ প্রক্রিয়াতেই হচ্ছে।

গত বছরের ফেব্রুয়ারিতে মিয়ানমারের অং সান সু চি’র সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী। এরপর থেকেই দেশটিতে বিক্ষোভ-প্রতিবাদে অস্থিরতা বিরাজ করছে।

সেনাবাহিনীও কঠোরভাবে এসব আন্দোলন-বিদ্রোহ দমন করছে। ভিন্নমত দমন করতে জান্তা সরকার হাজার হাজার রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, ছাত্র, সাংবাদিক এবং বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে।

 

Share if you like