দ্রুত ২ উইকেটে হারিয়ে চাপে পড়ে যাওয়া ভারতকে টানছিলেন লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ার। তাদের জুটি ভাঙলেন ইবাদত হোসেন।
টানা শর্ট বল করে যাচ্ছিলেন গতিময় এই পেসার। সাফল্য এলো সেই শর্ট বলেই। অফ স্টাম্পের একটু বাইরের বল পুল করার চেষ্টায় সফল হলেন না আইয়ার। বেশ উঁচুতে উঠে যাওয়া ক্যাচ গ্লাভসে নেন মুশফিকুর রহিম। ভাঙে ৫৬ বল স্থায়ী ৪৩ রানের জুটি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
দুই চারে ৩৯ বলে ২৪ রান করেন আইয়ার।
২০ ওভারে ভারতের রান ৪ উইকেটে ৯২। ক্রিজে রাহুলের সঙ্গী ওয়াশিংটন সুন্দর।
জুটি গড়ার চেষ্টায় ভারত
তিন বলের মধ্যে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে হারানোর পর জুটি গড়ার চেষ্টা করছে ভারত। শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুল চেষ্টা করছেন দলকে এগিয়ে নেওয়ার।
পানি পানের বিরতির সময় ভারতের রান ১৭ ওভারে ৩ উইকেটে ৮০।
২৬ বলে এক চারে ১৬ রানে ব্যাট করছেন আইয়ার। এক ছক্কায় ১৩ বলে রাহুলের রান ১১। ৩৮ বলে তাদের জুটিতে এসেছে ৩১ রান।