মরক্কোর কাছে হারের পর বেলজিয়ামে দাঙ্গা


এফই অনলাইন ডেস্ক | Published: November 28, 2022 16:15:15 | Updated: November 29, 2022 12:47:30


মরক্কোর কাছে হারের পর বেলজিয়ামে দাঙ্গা

শক্তি-সামর্থ্যে অনেক পিছিয়ে থাকা মরক্কোর বিপক্ষে হার মানতে পারেননি বেলজিয়াম সমর্থকরা। কেভিন ডে ব্রুইনে, এদের আজারদের হারে ক্ষুব্ধ ভক্তরা নেমে আসেন রাস্তায়। এতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে শুরু হয় দাঙ্গা।

কাতার বিশ্বকাপ রোববার সাক্ষী হয় আরেকটি অঘটনের। আল থুমামা স্টেডিয়ামে ফিফা র‍্যাঙ্কিংয়ের দুই নম্বর দল বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়ে দেয় ২২ নম্বরের মরক্কো। যার ফলে শেষ ষোলোয় যাওয়ার পথে বড় ধাক্কা খায় রবের্তো মার্তিনেসের দল।

ওই হারের পর ব্রাসেলসে কিছু মানুষ একটি গাড়ি ও কয়েকটি বিদ্যুৎ চালিত স্কুটারে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ডজনখানেক মানুষকে আটক করে পুলিশ এবং একজনকে গ্রেপ্তার করে।

বেলজিয়ামের রাজধানী জুড়ে বেশ কয়েকটি জায়গায় দাঙ্গা সংঘটিত হয়। যেখানে কয়েক ডজন ফুটবল অনুরাগী, পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। কারো কারো গায়ে জড়ানো ছিল মরক্কোর পতাকা। তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদুনে গ্যাস ব্যবহার করে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে ইলজি ফন ডে কেরে জানান, আপাতত সবকিছু ঠিকঠাক আছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

“দাঙ্গাকারীরা পাইরোটেকনিক সামগ্রী, প্রজেক্টাইল ও লাঠি ব্যবহার করে এবং পাবলিক হাইওয়েতে আগুন ধরিয়ে দেয়। এছাড়াও আতশবাজিতে মুখে জখম হয় এক সাংবাদিকের। এই কারণেই পুলিশের হস্তক্ষেপে জলকামান মোতায়েন এবং কাঁদুনে গ্যাস ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়।”

আগামী বৃহস্পতিবার গত আসরের রানার্স-আপ ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে বেলজিয়াম। ম্যাচটি জিতলে শেষ ষোলোয় জায়গা করে নেবে তারা। ড্র করলেও থাকবে সুযোগ, তবে চেয়ে থাকতে হবে অন্য ম্যাচে কানাডা জয় ও আরও কিছু সমীকরণের দিকে।

Share if you like