সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুত শূন্য হওয়া ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ চলছে।
ফরিদপুর জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান জানান, নগরকান্দা, সালথা ও সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মোট ১২৩টি কেন্দ্রে শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়; যা একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।
সকালে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট শুরু হলেও ভোটার উপস্থিতি কম দেখা গেছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
এ নির্বাচনে ৮০৬টি কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে; থাকছে হাজারের বেশি সিসি ক্যামেরায় পর্যবেক্ষণের ব্যবস্থা। নির্বাচন ঘিরে যেকোনো বিশৃঙ্খলা এড়াতে কেন্দ্রগুলোতে র্যাব, পুলিশ, আনসার ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
সিসি ক্যামেরায় ঢাকায় নির্বাচন কমিশন ভবন থেকে অনিয়ম দেখে গাইবান্ধা-৫ আসনের ভোট স্থগিতের পর এ উপ-নির্বাচনে নজর থাকছে স্বাভাবিকভাবে।
এ আসনে ভোটার রয়েছেন ৩ লাখ ১৮ হাজার ৪৭২ জন। এর মধ্যে নগরকান্দা উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৮৭৫। সালথা উপজেলায় ১ লাখ ৩২ হাজার ৪৬০ ও সদরপুরের কৃঞ্চপুর ইউনিয়নে ভোটার ২৮ হাজার ১৩৭ জন।
নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর একজন প্রয়াত সাজেদা চৌধুরীর ছোট ছেলে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শাহদাব আকবর চৌধুরী লাবু এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত বটগাছ প্রতীকের প্রার্থী জয়নুল আবেদীন বকুল মিয়া।
সাজেদা চৌধুরীর মৃত্যুতে গত ১১ সেপ্টেম্বর সংসদীয় এ আসন শূন্য হয়। এরপর ২৬ সেপ্টেম্বর এ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।