ভূমিকম্পে প্রাণ হারালেন তুরস্কের গোলরক্ষক


FE Team | Published: February 08, 2023 19:56:23 | Updated: February 09, 2023 16:47:10


ভূমিকম্পে প্রাণ হারালেন তুরস্কের গোলরক্ষক

তুরস্ক ও সিরিয়া সীমান্তে ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন ফুটবলার আহমেদ ইয়ুপ তুর্কাসলান। তুরস্কের এই গোলরক্ষকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার ক্লাব ইয়েনি মালাতইয়াসপোর।

তুরস্কের দক্ষিণাঞ্চল ও সিরিয়ায় গত সোমবার স্থানীয় সময় ভোরে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে মৃতের সংখ্যা এরই মধ্যে ৯ হাজার ছাড়িয়ে গেছে বলে।

টুইটারে গত মঙ্গলবার তুর্কাসলানের মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করে মালাতইয়াসপোর।

“আমাদের গোলরক্ষক, আহমেদ ইয়ুপ তুর্কাসলান ভূমিকম্পের ধসে প্রাণ হারিয়েছেন। আমরা আপনাকে ভুলব না, অসাধারণ একজন মানুষ ছিলেন।”

২০২১ সালে মালাতইয়াসপোরে যোগ দেন তুর্কাসলান। তুরস্কের দ্বিতীয় বিভাগের ক্লাবটির হয়ে ছয়টি ম্যাচ খেলেছিলেন ২৮ বছর বয়সী এই ফুটবলার।

তুরস্কের আরেক ক্লাব হাতিয়াসপোরের ফুটবলার ক্রিস্টিয়ান আটসুও ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলেন। মঙ্গলবার তাকে জীবিত উদ্ধার করা হয়।

এই ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার হাজার হাজার ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল ধসে পড়েছে। বহু মানুষ আহত হয়েছে, অগণিত মানুষ পরিণত হয়েছে উদ্বাস্তুতে। à¦–বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

Share if you like