ভূমিকম্পে তুরস্কে, সিরিয়ায় মৃত্যু ১৫ হাজার ছাড়াল


এফই অনলাইন ডেস্ক | Published: February 09, 2023 12:00:48


ভূমিকম্পে তুরস্কে, সিরিয়ায় মৃত্যু ১৫ হাজার ছাড়াল

স্মরণকালের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে তুরস্কে ও সিরিয়ার উত্তরাঞ্চলে নিহতের সংখ্যা ১৫০০০ ছাড়িয়ে গেছে।

ভূমিকম্পের পর তুরস্কের জরুরি পরিষেবাগুলোর সাড়া খুব ধীর ছিল এবং এই ধরনের দুর্যোগ মোকাবেলায় সরকারের প্রস্তুতি দুর্বল ছিল বলে দাবি করেছেন সমালোচকরা।

এর উত্তরে প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান বুধবার স্বীকার করেছেন, ধ্বংসাত্মক এই ভূমিকম্পের পর তার সরকারের প্রাথমিক সাড়ায় কিছুটা সমস্যা ছিল; কিন্তু এই মাত্রার দুর্যোগের জন্য পুরোপুরি প্রস্তুত থাকাও অসম্ভব বলে পাল্টা দাবি করেছেন তিনি।

তবে পরিস্থিতি এখন ‘নিয়ন্ত্রণে’ আছে বলে জানিয়েছেন তিনি।

কিন্তু তুরস্কের প্রধান বিরোধীদলের নেতা কেমাল কিরিচতারোলো এর বিরোধিতা করে বলেছেন, “যদি এর জন্য কোনো একজন দায়ী হয়, তিনি হচ্ছেন এরদোয়ান।”

এরদোয়ান এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, দুর্যোগের পর প্রয়োজন ছিল ঐক্যের।  à¦–বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

ভূমিকম্প বিধ্বস্ত অন্যতম প্রদেশ হতায় পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি বলেন, “এ রকম এক সময়ে রাজনৈতিক উদ্দেশ্যের জন্য লোকজন নেতিবাচক প্রচারণা চালাচ্ছে তা নিতে পারছি না আমি।”

দক্ষিণে সীমান্তের অপর পাশে সিরিয়ায় বছরের পর বছর ধরে চলা লড়াই, সংঘাতের কারণে পরিস্থিতি আগে থেকেই নাজুক হয়েছিল, অবকাঠামো ধ্বংস হয়েছিল; তার মধ্যে ভয়াবহ এই ভূমিকম্পে অবকাঠামো আরও ক্ষতিগ্রস্ত হওয়ায় ত্রাণ প্রচেষ্টা জটিল হয়ে উঠেছে। 

বিবিসি জানিয়েছে, তুরস্ক ও সিরিয়ার মধ্যে থাকা সীমান্ত ক্রসিং বাব আল হাওয়ার রাস্তাগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ায় ভূমিকম্পের পর থেকেই তা বন্ধ আছে।  

তবে ওই রাস্তাগুলো শিগগিরই চলাচলযোগ্য হতে পারে বলে জাতিসংঘের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।

সিরিয়ায় ত্রাণ প্রবেশে সহায়তা করতে তুরস্ক আরও দুটি সীমান্ত ক্রসিং খুলে দিতে কাজ করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোউলো। সিরিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায় ও তুরস্কের ত্রাণ সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে কিছু ‘অসুবিধা’ আছে বলে স্বীকার করেছেন তিনি।

Share if you like