Loading...
The Financial Express

ভূমিকম্প: ২১ বাংলাদেশিকে আঙ্কারায় স্থানান্তর, দুজন হাসপাতালে

| Updated: February 09, 2023 19:14:19


ভূমিকম্প: ২১ বাংলাদেশিকে আঙ্কারায় স্থানান্তর, দুজন হাসপাতালে

তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে ২১ বাংলাদেশিকে রাজধানী আঙ্কারায় সরিয়ে নেওয়া হয়েছে, তাদের মধ্যে দুজন আছেন হাসপাতালে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র সেহেলী সাবরীন এ তথ্য জানান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তিনি বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত গাজিয়ান্তে শহর থেকে বুধবার ১৯ বাংলাদেশি শিক্ষার্থীকে আঙ্কারায় স্থানান্তর করার কথা জানিয়ে সেহেলী বলেন, “গত রাতে তাদের গাজিয়ান্ত থেকে আঙ্কারায় শিফট (স্থানান্তর) করা হয়েছে। আমাদের দূতাবাস থেকে তাদের সঙ্গে দেখা করে তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানবেন।”

এছাড়া ‘নিখোঁজ’ বলে খবর এসেছিল এমন দুই বাংলাদেশি বর্তমানে আঙ্কারায় চিকিৎসাধীন বলে জানান সাবরীন।

তিনি বলেন, “সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে, উদ্ধারকৃত বাংলাদেশি ছাত্র নূরে আলম ও গোলাম সাইদ রিংকু চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।”

ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে উদ্ধারকারী ও চিকিৎসক দল পাঠানোর ধারাবাহিকতায় সিরিয়াতেও একই ধরনের দল পাঠানোর পরিকল্পনা করছে সরকার।

মুখপাত্র বলেন, “বন্ধুপ্রতিম তুরস্কের এই ক্রান্তিকালীন ও দুর্যোগপূর্ণ সময়ে ৬১ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল ও উদ্ধারকারী দল প্রেরণ করা হয়েছে, যারা আগামী এক সপ্তাহ তুরস্কে অবস্থান করে বিভিন্ন প্রকার মানবিক সাহায্য প্রদান করবে এবং উদ্ধার কার্যেঅংশগ্রহণ করবে। পাশাপাশি সিরিয়াতেও একইভাবে উদ্ধার দল প্রেরণের বিষয়টি সক্রিয় বিবেচনাধীন রয়েছে।”

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার প্রবাসীদের জন্য আঙ্কারায় বাংলাদেশ দূতাবাস দুটি হটলাইন চালু করেছে বলেও জানান মুখপাত্র।

তুরস্ক ও সিরিয়ায় হাজারো মানুষের প্রাণহানিতে বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক দিবস পালন করছে বাংলাদেশ।

Share if you like

Filter By Topic