কুমিল্লা নগরীতে দুই মাইক্রোবাস চালকের মধ্যে ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে একজনকে ইটের আঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) হানিফ সরকার জানান,বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর প্রেসক্লাব সংলগ্ন মোগলটুলী এলাকায় এ ঘটনা ঘটে। পরে হাসপাতালে নেওয়ার পর রাত ৯টার দিকে লিটন মিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত লিটন (৪৫) কুমিল্লা নগরী সংলগ্ন চাঁনপুর গয়ামবাগিচা এলাকার ছন্দু মিয়ার ছেলে।
এ ঘটনায় অভিযোগের মুখে থাকা পলিন মিয়াও একই এলাকার বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পরিদর্শক হানিফ সাংবাদিকদের বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, পলিন ও লিটন নামে দুই মাইক্রেবাসের চালকের মধ্যে ভাড়া নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে পলিন সড়কের পাশ থেকে একটি ইট নিয়ে লিটনের মাথার পেছনে আঘাত করেন। এতে মাথা ফেটে গুরুতর আহত হন লিটন।
“পরে লিটনকে স্থানীয়রা উদ্ধার করে নগরীর একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
লিটনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর পলাতক পলিনকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।