Loading...
The Financial Express

ভারতের উত্তরাখাণ্ডে বিয়ের বাস খাদে পড়ে নিহত ২৫

| Updated: October 05, 2022 18:39:57


ভারতের উত্তরাখাণ্ডে বিয়ের বাস খাদে পড়ে নিহত ২৫

ভারতের উত্তরাখাণ্ড রাজ্যে বিয়ের অনুষ্ঠানের অতিথিদের বহনকারী একটি বাস পাহাড়ি গিরিসঙ্কটে পড়ে ২৫ জনের মৃত্যু ঘটেছে।

মঙ্গলবার স্থানীয় সময় রাত প্রায় ৮টার দিকে পাউরি গারওয়াল জেলার বিরোখাল এলাকায় এ ঘটনা ঘটে। খবর বিডিনিউজ টোয়নেটিফোর ডটকমের।

দুর্যোগ নিয়ন্ত্রণ কক্ষের তথ্যের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, লালডাং থেকে বিরোখাল এলাকার একটি গ্রামে যাওয়ার পথে সিমরি বাঁকের কাছে বাসটি ৫০০ মিটার গভীর একটি গিরিসঙ্কটে পড়ে যায়।

দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকারীদের চারটি দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। রাতের মধ্যেই তারা ২১ জনকে উদ্ধার করতে সক্ষম হয়, তাদের নিকটবর্তী হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে।

উত্তরাখাণ্ডের পুলিশ প্রধান অশোক কুমার বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, “ধুমাকোটের বিরোখাল এলাকায় গত রাতের বাস দুর্ঘটনায় ২৫ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ ও এসডিআরএফ রাতেই ২১ জনকে উদ্ধার করেছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।”

এর আগে হরিদ্বারের পুলিশ প্রধান স্বতন্ত্র কুমার সিং জানিয়েছিলেন, বিয়ের অনুষ্ঠানের পার্টি তার জেলার লালডাং এলাকা ছেড়ে যাওয়ার পর পাউরি গারওয়াল জেলায় গিয়ে দুর্ঘটনায় পড়েছে বলে খবর পান তারা।  

রাজ্যের পুলিশ প্রধান রাতভর চলা অভিযানের বেশ কিছু ভিডিও টুইটারে পোস্ট করেছেন, সেখানে উদ্ধারকারী দলগুলোকে আহত যাত্রীদের নিরাপদ স্থানে নিয়ে যেতে দেখা গেছে।

Share if you like

Filter By Topic