Loading...
The Financial Express

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন উকিল আব্দুস সাত্তার

| Updated: January 05, 2023 18:18:51


ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন উকিল আব্দুস সাত্তার

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে লড়তে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা উকিল আব্দুস সাত্তার ভূইয়া।

বুধবার বিকালে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এসে উকিল আব্দুস সাত্তারের পক্ষে তার ছেলে মাইনুল হাসান তুষার মনোনয়নপত্রটি জমা দেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, “এখন পর্যন্ত আব্দুস সাত্তারই মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

বিএনপি থেকে পদত্যাগের পর সরাইল-আশুগঞ্জ আসনে উপ-নির্বাচনের অংশগ্রহণের গুঞ্জনের মধ্যে রোববার তার পক্ষে এক আত্মীয় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

দলীয় সিদ্ধান্তে গত ১১ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তারসহ বিএনপির ৭ সংসদ সদস্য পদত্যাগপত্র জমা দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে। ছেড়ে দেওয়া এসব আসনে আগামী ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

তার আগে শনিবার দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদসহ বিএনপির সব ধরনের পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানান তিনি।

Share if you like

Filter By Topic