Loading...
The Financial Express

ব্যালন ডি’অরে বর্ষসেরা গোলরক্ষক কোর্তোয়া

| Updated: October 18, 2022 20:28:46


ব্যালন ডি’অরে বর্ষসেরা গোলরক্ষক কোর্তোয়া

মৌসুমে জুড়ে রিয়াল মাদ্রিদের গোলপোস্ট যেভাবে আগলে রেখেছিলেন, তাতে থিবো কোর্তোয়ার বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার পাওয়াটা যেন নিশ্চিতই ছিল। হলোও তাই। ‘ইয়াশিন ট্রফি’ উঁচিয়ে ধরলেন বেলজিয়ান গোলরক্ষক। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

প্যারিসে সোমবার ব্যালন ডি’অরের ঝলমলে রাতে বর্ষসেরা গোলরক্ষক হিসেবে কোর্তোয়ার নাম ঘোষণা করা হয়। সোভিয়েত ইউনিয়নের কিংবদন্তি গোলরক্ষক লেভ ইয়াশিনের নামে পুরস্কারটি দেওয়া হয়।

২০২১-২২ মৌসুমে মোট তিনটি শিরোপা জেতে রিয়াল; চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ। সবখানেই দুর্দান্ত অবদান রাখেন কোর্তোয়া।

গত মে মাসে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে লিভারপুলের বিপক্ষে ১-০ গোলের জয়ে তিনিই ছিলেন সেরা খেলোয়াড়। দুর্দান্ত ৯টি সেভ করেছিলেন ৩০ বছর বয়সী গোলরক্ষক; ২০০৩-০৪ মৌসুম থেকে প্রতিযোগিতাটির ফাইনালে যা সবচেয়ে বেশি সেভ করার কীর্তি।

বর্ষসেরা স্ট্রাইকারের স্বীকৃতি ‘জার্ড মুলার ট্রফি’ জিতেছেন এবারের গ্রীষ্মে বায়ার্ন মিউনিখ ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়া রবের্ত লেভানদোভস্কি।

আর বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার ‘কোপা অ্যাওয়ার্ড’ জিতেছেন গত অগাস্টে ১৮তম জন্মদিন পালন করা গাভি। তার হাতে পুরস্কার তুলে দেন গতবারের বিজয়ী বার্সেলোনারই আরেক মিডফিল্ডার এবং গতবারের বিজয়ী পেদ্রি।

Share if you like

Filter By Topic