বেসরকারি স্কুলে ভর্তির লটারি ফল প্রকাশ


এফই অনলাইন ডেস্ক | Published: December 13, 2022 19:57:16 | Updated: December 13, 2022 22:03:54


বেসরকারি স্কুলে ভর্তির লটারি ফল প্রকাশ

নতুন বছরের শুরুতে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য ডিজিটাল লটারির ফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার রাজধানীর সেগুবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ লটারির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বেসরকারি স্কুলগুলোতে ৯ লাখ ২৫ হাজার ৭৮০টি আসনের বিপরীতে এবার আবেদন জমা পড়ে ২ লাখ ৭৪ হাজার ৫১টি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এর আগে সোমবার সরকারি স্কুলে ভর্তির লটারির ফল প্রকাশ করা হয়। সারাদেশের ৫৪০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ১ লাখ ৭ হাজার ৮৯০টি শূন্য আসনের বিপরীতে আবেদন করে মোট ছয় লাখ ৩৮ হাজার ৫৯৩ জন শিক্ষার্থী।

সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে এবার মোট ৩ হাজার ৩৯২ শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্রীয় এ লটারি কার্যক্রমে যুক্ত ছিল।

এর মধ্যে ৫৪০টি সরকারি বিদ্যালয় এবং মহানগর ও জেলার সদর উপজেলা পর্যায়ের ২ হাজার ৮৫২টি বেসরকারি স্কুল এ ভর্তি কার্যক্রমে অংশ নিয়েছে।

বেসরকারি অনেক স্কুল যে এই ভর্তি কার্যক্রমে যুক্ত হয়নি, সে বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, “তারা না এলেও আমাদের যে নির্দেশনা দেওয়া আছে, সেখানে আমাদের প্রতিনিধিদের উপস্থিতিতেই তারা লটারি কার্যক্রম পরিচালনা করবে।”

এই ভর্তি লটারির আবেদন করতে গিয়ে কেউ কেউ ‘অসদুপায়’ অবলম্বন করেছেন জানিয়ে দীপু মনি অনুষ্ঠানে বলেন, এবার পাঁচটি আবেদন জমা পড়েছে, যেখানে শিক্ষার্থীদের জন্মসনদের ভিন্ন ভিন্ন নম্বর দিয়ে আবেদন করা হয়েছে, কিংবা নামের বানান একটু এদিক-ওদিক করে আলাদা আবেদন করা হয়েছে।

“কেউ ভুল রেজিস্ট্রেশন নম্বর দিয়ে একাধিকবার আবেদন করেছেন। এগুলো সবই চিহ্নিত হয়েছে। যারাই অবৈধ কোনো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবেন, তাদের সব আবেদনই বাতিল হয়ে যাবে।

“এটি সকল অভিভাবক-শিক্ষার্থীদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি, জন্মসনদের নম্বর ভিন্ন ভিন্ন দিয়ে, কেউ ভুয়া জন্মসনদ দিয়ে আবেদন করলে ভর্তি বাতিল হয়ে যাবে। কেউই দয়া করে অসদুপায় অবলম্বন করবেন না।”

লটারির ফল জানা যাবে যেভাবে

ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে https://gsa.teletalk.com.bd ইউজার আইডি দিয়ে বেসরকারি স্কুলে ভর্তির লটারির ফল জানা যাবে।

এছাড়া টেলিটক মোবাইল নম্বরের ম্যাসেজ অপশনে গিয়ে GSA লিখে স্পেস দিয়ে RESULT লিখে স্পেস দিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীর ইউজার আইডি লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে।

Share if you like