Loading...
The Financial Express

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার জন্য আরেক দুঃসংবাদ 

| Updated: November 02, 2022 13:16:21


বিশ্বকাপের আগে আর্জেন্টিনার জন্য আরেক দুঃসংবাদ 

বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, চোট নিয়ে আর্জেন্টিনা শিবিরে দুর্ভাবনা ততই বাড়ছে। সবশেষ ছিটকে গেছেন ভিয়ারিয়ালের মিডফিল্ডার জিওভানি লো সেলসো। অনিশ্চয়তা জেগেছে কাতারে দলের প্রথমে ম্যাচে তার অংশগ্রহণ নিয়ে। 

লা লিগায় গত রোববার আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে দলের ১-০ গোলে হারের ম্যাচে শুরুর একাদশে ছিলেন লো সেলসো। ৩০তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। 

পরীক্ষার পর সোমবার ভিয়ারিয়ালের পক্ষ থেকে ২৬ বছর বয়সী এই ফুটবলার পেশিতে চোট পেয়েছেন বলে জানায়। ধারণা করা হচ্ছে, সেরে উঠতে প্রায় তিন সপ্তাহের মতো লাগতে পারে লো সেলসোর৷ খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

তাতে বৈশ্বিক আসরে প্রথম ম্যাচে তাকে ছাড়াই খেলতে হবে লিওনেল স্কালোনির দলকে। 

ঊরুর চোটে আগে থেকেই মাঠের বাইরে আছেন ফরোয়ার্ড পাওলো দিবালা ও মিডফিল্ডার আনহেল দি মারিয়া। 

ইউভেন্তুস মিডফিল্ডার দি মারিয়ার অবশ্য বিশ্বকাপের আগে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার ভালো সম্ভাবনা আছে। তবে দিবালাকে নিয়ে তেমন আশা নেই বলে আগেই জানিয়েছে তার ক্লাব রোমা। আর্জেন্টিনা অবশ্য দিবালাকে পাওয়ার আশা এখনও ছাড়েনি।  

'সি' গ্রুপে থাকা আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু হবে আগামী ২২ নভেম্বর, সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে।  

এই গ্রুপের অন্য দুই দল মেক্সিকো ও পোল্যান্ড। 

Share if you like

Filter By Topic