Loading...
The Financial Express

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের জেসুস ও তেলেস

| Updated: December 04, 2022 10:32:11


বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের জেসুস ও তেলেস

জেঁকে বসা শঙ্কাটাই সত্যি হলো। বরং আঘাতটা এলো আরও জোরাল হয়ে। চোটের ধাক্কা শুধু গাব্রিয়েল জেসুসকে নয়, ডিফেন্ডার আলেক্স তেলেসকেও হারাল ব্রাজিল দল।

কয়েকটি গণমাধ্যমে শনিবার নানা সূত্রের বরাত দিয়ে খবর আসতে থাকে, হাঁটুর চোটে কাতার বিশ্বকাপ শেষ হতে বসেছে জেসুসের।

এরপর ব্রাজিল ফুটবল ফেডারেশনের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এক প্রতিবেদনে জানায়, আসরের বাকি অংশ থেকে জেসুস ও তেলেসের ছিটকে পড়ার খবর।

এতে ব্রাজিলের ২৬ জনের স্কোয়াডকে আপাতত ধরা যায় ২১ জনের।

সার্বিয়াকে হারিয়ে আসর শুরুর ম্যাচেই অ্যাঙ্কেলে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান নেইমার ও দানিলো। এখনও মাঠে ফেরেননি তারা।

সুইজারল্যান্ডের বিপক্ষে নিতম্বে চোট পান ইউভেন্তুস ডিফেন্ডার আলেক্স সান্দ্রো। ওই চোটের কারণে তিনি খেলতে পারেননি ক্যামেরুনের বিপক্ষে ম্যাচে।

এবার তালিকায় যোগ হলো এই দুই নাম; এবং এখানেও একজন ফরোয়ার্ড ও আরেকজন ডিফেন্ডার।

সার্বিয়ার বিপক্ষে ২-০ ও সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের জয়ে এক ম্যাচ বাকি থাকতে শেষ ষোলোর টিকেট নিশ্চিত করে ব্রাজিল। ওই দুই ম্যাচে বদলি হিসেবে খেলা জেসুসকে শুক্রবার রাতে ক্যামেরুনের বিপক্ষে শুরুর একাদশে নামান ব্রাজিল কোচ তিতে।

আফ্রিকার দলটির বিপক্ষে অসংখ্য সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি ব্রাজিল। শেষ দিকে গোল খেয়ে তারা হেরে গেছে ১-০ গোলে। এই ম্যাচেই ৬৪তম মিনিটে আর্সেনাল স্ট্রাইকার জেসুসকে তুলে নেন কোচ। তার ১০ মিনিট আগে উঠে যান সেভিয়ার তেলেস।

পরদিন ব্রাজিলের বিবৃতিতে জানা গেল, দুই জনই হাঁটুর সমস্যায় ভুগছেন।

Share if you like

Filter By Topic