Loading...
The Financial Express

বিশ্বকাপ জিততে এবার আর্জেন্টাইন কোচের কথা ভাবছে ব্রাজিল

| Updated: December 26, 2022 19:17:37


বিশ্বকাপ জিততে এবার আর্জেন্টাইন কোচের কথা ভাবছে ব্রাজিল

বিশ্বকাপের ইতিহাসে নিজেদের রাজত্ব প্রতিষ্ঠা করতেই পারে ব্রাজিল, তবে কোচিং দুনিয়ায় আর্জেন্টিনার সমতুল্য কেউ কি আছে? বিশ্বকাপজয়ী মেনোত্তি, বিলার্দো থেকে শুরু করে হালের বিয়েলসা, পচেত্তিনো, ভালদানো, সিমিওনে - কোচিং দুনিয়ায় আর্জেন্টাইনদের জয়জয়কার। 

এদিকে পরপর দুই বিশ্বকাপে দুর্দান্ত স্কোয়াড নিয়েও কোয়ার্টার ফাইনাল থেকেই বাড়ি ফিরতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। দেশটির ফুটবল ফেডারেশন তাই এবার যেন এমন কিছুর কথাই ভাবছে যা আগে ভাবেনি কেউ। ইতিহাস বলে কোনো দেশই বিদেশি কোচের অধীনে বিশ্বকাপ জেতেনি, আর ব্রাজিল তো বরাবরই তাদের সাম্বার ঐতিহ্য ধরে রাখার জন্য দেশি কোচ ছাড়া অন্য কারো কথা ভাবতেও অপরাগ। কিন্তু ২০ বছরের বিশ্বকাপ ব্যর্থতায় এবার যেন আর বসে থাকার উপায় নেই। 

জিনেদিন জিদান থেকে শুরু করে রেয়াল মাদ্রিদের বর্তমান ম্যানেজার কার্লো আনচেলত্তি আর এই মূহুর্তে চাকরিহীন টুখেল - ব্রাজিলের পরবর্তী কোচের গুঞ্জনে শোনা যাচ্ছে অনেক নাম। 

এরই মধ্যে ফরাসি দৈনিক লেকিপ বোমা ফাটিয়েছে আর্জেন্টাইন কোচদের নাম এই গুঞ্জনে তালিকাভুক্ত করে। সিবিএফ নাকি হেক্সা মিশনের দল সাজাতে আর্জেন্টিনার দুই কোচ মরিসিও পচেত্তিনো আর মার্সেলো গ্যালার্দোর কথাও বেশ গুরুত্ব সহকারেই ভাবছে। 

সিবিএফের মূল ভাবনা হলো এমন কোচ নিয়ে আসা যিনি বেশ অভিজ্ঞ, দীর্ঘদিন সাফল্যের সাথে কোচিং করিয়েছেন এবং এ মুহূর্তে কোনো ধরনের চুক্তিতেও নেই, যাতে করে চুক্তির অধিক অর্থ ব্যয় করতে না হয়। এই বিবেচনায় জিদান, টুখেল, সিমিওনে কিংবা সদ্য বিশ্বকাপ থেকে বাদ পড়ে বেলজিয়ামের দায়িত্ব ছেড়ে দেয়া কোচ রোবার্তো মার্টিনেজরা রয়েছেন তালিকায়। 

তবে লেকিপের খবর অনুযায়ী আর্জেন্টাইনদের মাঝে গ্যালার্দো আর পচেত্তিনোকেই বেশি পছন্দ ব্রাজিলের। 

ইউরোপিয়ান ক্লাব ফুটবলে পচেত্তিনো বড় নাম। দীর্ঘদিন টটেনহামের কোচ থাকার পর কোচিং করিয়েছেন মেসি-নেইমার-এমবাপ্পেদের পিএসজিকেও। ওদিকে গ্যালার্দো টানা আট মৌসুম আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের কোচের দায়িত্ব পালন করেছেন। 

লেকিপের খবর সত্যি হলে ভিনিসিয়াস-রদ্রিগো-রাফিনহাদের পরবর্তী কোচের নাম জানা যাবে ১০ জানুয়ারির মাঝেই। তবে এ মূহুর্তে সিবিএফ তাদের লাতিন চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কোচদের কথা ভাবছে, এটাই বড় খবর। 

[email protected]

Share if you like

Filter By Topic