উদ্বোধনী অনুষ্ঠানসহ বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন-বিটিভি।
শনিবার জাতীয় এ গণমাধ্যমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খেলা দেখানোর পাশাপাশি থাকবে ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে বেশ কয়েকটি বিশেষ অনুষ্ঠানও। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
“কাতার বিশ্বকাপ মাঠে গড়াচ্ছে রোববার। এ মুহূর্তে ফুটবল জ্বরে কাঁপছে পুরো বিশ্ব। শুধু কাতার নয়, জাতিসংঘের সদস্যভুক্ত ১৯৩টি দেশে চলছে বিশ্বকাপ উদ্মাদনা। পিছিয়ে নেই বাংলাদেশিরাও। ব্রাজিল, আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশের পতাকা আর জার্সিতে নিজেদের রাঙিয়ে তোলেন এ দেশের সমর্থকরা।
দেশের ফুটবল ভক্তদের বড় অংশই আর্জেন্টিনা বা ব্রাজিলকে সমর্থন করে। তবে সাম্প্রতিককালে অন্য দেশেরও ভক্ত বাড়ছে। বিশ্বকাপের এ উন্মাদনায় পাড়া-মহল্লায় যেমন প্রিয় দলের পতাকা উড়ানো হয়, সেই সঙ্গে জার্সি পরেও নিজের অবস্থান জানান দেন অনেকেই।
টিভি আর বড় পর্দার সামনে উল্লাসে মাতা দর্শকের মাথায় ঘুরপাক করে কোন টিভিতে কোন ম্যাচ দেখাবে- তা নিয়ে। সেই আগ্রহের কথা মাথায় রেখেই বিশ্বকাপের সব আয়োজন সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বিটিভি।