ম্যাচের দ্বিতীয় ওভারের খেলা চলছে। একটি ওয়াইড ডেলিভারির পর আবার বল করতে বোলিং মার্কে যাচ্ছিলেন শফিকুল ইসলাম। প্রস্তুত হচ্ছিলেন ব্যাটসম্যান মাহমুদউল্লাহ। হঠাৎ অন্ধকার চারপাশ। ফ্লাড লাইটসহ নিভে গেল মাঠের সব আলো। বন্ধ হয়ে গেল খেলা।
শুক্রবার সন্ধ্যায় বিপিএলে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্সের ম্যাচে দেখা দেয় এই বিদ্যুৎ বিভ্রাট। পুরো মাঠ আঁধারে ছিল এক মিনিটের কাছাকাছি সময়।
এরপর বিসিবি অফিসের বাতিগুলো জ্বলে ওঠে। একটু পর আলো ফিরে আসে প্রেস বক্সে। দুই দলের ক্রিকেটার ও আম্পায়াররা ততক্ষণে মাঠ ছেড়ে জড়ো হন সবাই ডাগ আউটের সামনে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
ফ্লাড লাইট জ্বলে উঠতে শুরু করে মিনিট ছয়েক পর। একবার বন্ধ হয়ে গেলে ফ্লাড লাইটের সব বাতি জ্বলে উঠতে সময় লাগে কিছুটা। একটি-দুটি করে তা পুরোপুরি জ্বলে ওঠার পর আবার শুরু হয় খেলা। সব মিলিয়ে খেলা বন্ধ থাকে ১০ মিনিটের কিছু বেশি সময়।
২০১৯ সালেও একবার ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচে এভাবে পুরো অন্ধকার নেমে এসেছিল শের-ই-বাংলা স্টেডিয়ামে।
২০১৬ এশিয়া কাপ ফাইনালেও এই মাঠে দেখা গিয়েছিল বিদ্যুৎ বিভ্রাট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ফ্লাড লাইট নিভে যাওয়ায় খেলা বন্ধ থেকেছে কয়েকবার।