বিএনপি নেতা রিজভী ও ইশরাককে গ্রেপ্তারে পরোয়ানা


এফই অনলাইন ডেস্ক | Published: December 05, 2022 19:34:57 | Updated: December 06, 2022 10:10:28


রুহুল কবির রিজভী ও ইশরাক হোসেন

দুটি ভিন্ন মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের কমিটির সদস্য ইশরাক হোসেনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছেন ঢাকার দুই আদালত।

বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে দেখা যায়, ২০১২ সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ভাঙচুরের দায়ের হওয়া মামলায় রুহুল কবির রিজভীসহ ৩ জনকে গ্রেপ্তারে সোমবার পরোয়ানা জারি করেন ঢাকার মহানগর হাকিম তোফাজ্জল হোসেন।

এ মামলায় খন্দকার এনামুল হক ও কাজী রেজাউল হক নামের অপর দুই আসামিকে গ্রেপ্তারেও পরোয়ানা জারি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এক প্রতিবেদনে জানায়, দুই বছর আগে মতিঝিলে গাড়ি পোড়ানোর এক মামলায় সোমবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেন ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী।

এ মামলায় জামিন চেয়ে ঢাকার আদালতে আবেদন করেছিলেন ইশরাক। তার শুনানির জন্য সময় চেয়ে সোমবার আবেদন করেছিলেন তার আইনজীবী।

তা নাকচ করে ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বলে ওই আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম জানিয়েছেন।

Share if you like